ওলাঁপিক দ্য মার্সেই

ওলাঁপিক দ্য মার্সেই[টীকা 1] (অলিম্পিক মার্সেই নামেও পরিচিত) ফরাসি পেশাদার ফুটবল দল। ক্লাবটি ফ্রান্সের মার্সেই শহরে ১৮৯৯ সালে প্রতিষ্ঠা করা হয়। এটি ফ্রান্সের ফুটবলের সর্ববৃহৎ এবং সবচেয়ে বেশি সাফল্যধারী ক্লাব।

ওলাঁপিক দ্য মার্সেই
পূর্ণ নামওলাঁপিক দ্য মার্সেই
ডাকনামলেজোলাঁপিয়াঁ, লে ফোসেয়াঁ
প্রতিষ্ঠিত১৮৯৯
মাঠস্তাদ ভেলোদ্রোম
মার্সেই
ধারণক্ষমতা৬০,০৩১
চেয়ারম্যান পেপে দিউফ
ম্যানেজার এরিক গেরেটস্‌
লীগলীগ ১
২০০৬- ০৭লীগ ১, ২য়

টীকা

  1. এই ফরাসি নামটির বাংলা প্রতিবর্ণীকরণে উইকিপিডিয়া:বাংলা ভাষায় ফরাসি শব্দের প্রতিবর্ণীকরণ-এ ব্যাখ্যাকৃত নীতিমালা অনুসরণ করা হয়েছে।

তথ্যসূত্র

    বহিঃসংযোগ

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.