খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম

খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার ফতুল্লায় অবস্থিত। এ স্টেডিয়ামটির ধারণ ক্ষমতা ২৫,০০০। মাঠের আকৃতি ১৮১মি X১৪৫মি।

খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম
ফতুল্লা স্টেডিয়াম, নারায়ণগঞ্জ ওসমানী স্টেডিয়াম
স্টেডিয়ামের তথ্যাবলী
অবস্থানফতুল্লা, নারায়ণগঞ্জ
স্থানাঙ্ক২৩°৩৯′০.৫৮″ উত্তর ৯০°২৯′১৯.৭২″ পূর্ব
ধারন ক্ষমতা২৫,০০০
স্বত্ত্বাধিকারীঢাকা বিভাগ
পরিচালনায়বাংলাদেশ, ঢাকা বিভাগ
প্রান্ত
প্রেস বক্স প্রান্ত
প্যাভিলিয়ন প্রান্ত
আন্তর্জাতিক তথ্যাবলী
প্রথম টেস্ট৯-১৩ এপ্রিল ২০০৬: বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া
শেষ টেস্ট১০-১৪ জুন ২০১৫: বাংলাদেশ বনাম ভারত
প্রথম ওডিআই২৩ মার্চ ২০০৬: বাংলাদেশ বনাম কেনিয়া
শেষ ওডিআই২৮ এপ্রিল ২০০৬: বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া
১০ জুন ২০১৫ অনুযায়ী
উৎস: ক্রিকইনফো

টেস্ট

৯ এপ্রিল, ২০০৬ তারিখে স্টেডিয়ামে প্রথমবারের মতো টেস্ট ক্রিকেটের আয়োজন করা হয়। সফরকারী অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট খেলার দীর্ঘ ৯ বছর পর জুন, ২০১৫ সালে ভারত দল স্বাগতিক বাংলাদেশের মুখোমুখি হয়।[1]

২০০৪ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ

২০০৪ সালে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে এই স্টেডিয়ামটি ব্যবহৃত হয়েছিল।

২০১১ বিশ্বকাপ

২০১১ বিশ্বকাপের সময় এই মাঠে ইংল্যান্ড বনাম পাকিস্তানের মধ্যে একটি প্রস্তুতিমূলক ম্যাচ হয়েছিল।

পরিসংখ্যান

১০ জুন, ২০১৫ তারিখ পর্যন্ত স্টেডিয়ামে খেলা আয়োজনের পরিসংখ্যান নিম্নরূপ:-

তবে টুয়েন্টি২০ আন্তর্জাতিক খেলা এখনো আয়োজন করা হয়নি।

আরও দেখুন

তথ্যসূত্র

  1. "Fatullah to host India Test, Mirpur gets ODIs"ESPNCricinfo। সংগ্রহের তারিখ ৪ মে ২০১৫
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.