মুহাম্মদ আল-তকি

মুহাম্মদ ইবনে আলি ইবনে মুসা (Arabic: محمد ابن علی ابن موسی ) (আনুমানিক এপ্রিল ১২, ৮১১- নভেম্বর ২৯,৮৩৫) ছিলেন নবম শিয়া ইমাম এবং হযরত মুহাম্মদ (দঃ) এর বংশধরও ছিলেন। তাকে আবু জাফর, ইবনে আল-রিদা (আল রিদার পুত্র), আল জাওয়াদ (উদার) এবং আাল-তকি ( ধার্মিক )ও বলা হয়ে থাকে। শিয়া মতাবলম্বীরা ইসলাম ধর্ম ও আহলে বায়াতের জন্য তার অবদান অনড়াম্বর অনুষ্ঠানের মাধ্যমে পালন করে থাকে। শিয়া মতাবলম্বীদের মতে, তার স্ত্রী তাকে বিষ প্রয়োগ করেন এবং ২৫ বছর বয়সে তিনি শাহাদাত বরণ করেন।ইমামদের মধ্যে তিনিই খুব অল্প বয়সে শাহাদাত বরণ করেন। [5][6]

মুহাম্মদ আল-জাওয়াদ
محمد التقي الجواد  (আরবি)

৭ম দ্বাদশবাদি শিয়া ইমাম
জন্মআনুমানিক (৮১১-০৪-১২)১২ এপ্রিল ৮১১ CE[1]
(10 Rajab 195 AH)
মদিনা, আব্বাসিয় খিলাফত
মৃত্যুআনুমানিক ২৯ নভেম্বর ৮৩৫(835-11-29) (বয়স ২৪)
(30 Dhul Qa`dah 220 AH)[2][3]
বাগদাদ, আব্বাসিয় খিলাফত
মৃত্যুর কারণবিষ প্রয়োগে মৃত্যুু,
সমাধিআল কাজিমিয়া মসজিদ, ইরাত
৩৩°২২′৪৮″ উত্তর ৪৪°২০′১৬.৬৪″ পূর্ব
অন্যান্য নামমুহাম্মদ আল-তকি
উপাধি
স্থিতিকাল819 – 835 CE
পূর্বসূরীআলি আল-রিদা
উত্তরসূরীআলি আল-হাদি
দাম্পত্য সঙ্গীসুমানাহ[4]
সন্তানআলি আল-হাদি
Musa al-Mubarraqa
Hakimah Khātūn
পিতা-মাতাআলি আল-রিদা

প্রাথমিক জীবন

মুহাম্মদ আল-তকি আনুমানিক এপ্রিল ১২, ৮১১ খ্রিষ্টাব্দে মদিনায় (সে সময় আব্বাসিয় খিলাফত এর অংশ ছিল) জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আলি আল-রিদা। তার মাতার নাম এবং বংশ সর্ম্পকে তেমন কিছু জানা যায়নি। মুহাম্মদ ইবনে ইয়াকুব আল-কুলায়িনি এর মতে, তার মা নুবিয়ার, দক্ষিণ মিশর ও উত্তর সুদানের একটি প্রাচীন অঞ্চল, হাবিবি নামক একজনের ক্রীতদাসী ছিলেন। কারো কারো মতে, তিনি ছিলেন আল-খায়জুরান বিনতে আত্তা, বাইজেন্টাইন সাম্রাজ্যের একজন মহিলা এবং আব্বাসিয় খিলাফতের খলিফা আল মাহাদির স্ত্রী ছিলেন। কেউ কেউ বিশ্বাস করেন মারিয়া আল-কিবিতিয়ার গৃহপরিচারিকা ছিলেন।[5][7]

তথ্যসূত্র

  1. Shabbar, S.M.R. (১৯৯৭)। Story of the Holy Ka’aba। Muhammadi Trust of Great Britain। ২২ অক্টোবর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ অক্টোবর ২০১৩
  2. Ahlulbayt Organization (২০০৪)। A Brief History of The Fourteen Infallibles। Qum: Ansariyan Publications। পৃষ্ঠা 145।
  3. Sharif al-Qarashi 2005, পৃ. 31
  4. Ahlulbayt Organization (২০০৪)। A Brief History of The Fourteen Infallibles। Qum: Ansariyan Publications। পৃষ্ঠা 151।
  5. Tabatabaei, Sayyid Mohammad Hosayn (১৯৭৫)। Shi'ite Islam। Translated by Sayyid Hossein Nasr। State University of New York Press। পৃষ্ঠা 183। আইএসবিএন 0-87395-390-8।
  6. Ahlulbayt Organization (২৮ অক্টোবর ২০১৪)। A Brief History of the Fourteen Infallibles। Ansariyan Publications। পৃষ্ঠা 151। আইএসবিএন 978-1-312-48625-6।
  7. Donaldson, Dwight M. (১৯৩৩)। The Shi'ite Religion: A History of Islam in Persia and Iraḳ। AMS Press। পৃষ্ঠা 190–197।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.