মোঁ ব্লঁ
মঁ ব্লঁ (ইতালীয়: Monte Bianco, ফরাসি: Mont Blanc) আল্পস পর্বতমালা ও পশ্চিম ইউরোপের সর্বোচ্চ পর্বত। সমুদ্রতল থেকে এর শীর্ষ বিন্দুর উচ্চতা ৪৮০৮ মিটার। আক্ষরিক অর্থে মঁ ব্লঁ অর্থ হলো ‘শুভ্র পর্বত’।
![]() মন্ট ব্লাঙ্ক এবং বোসেস রিজের শীর্ষবিন্দু | |
সর্বোচ্চ সীমা | |
উচ্চতা | ৪,৮০৮.৭ মিটার (১৫,৭৭৭ ফুট) [1] |
সুপ্রত্যক্ষতা | ৪,৬৯৬ মিটার (১৫,৪০৬.৮ ফু) ↓ by Lake Kubenskoye ১১তম স্থান |
বিচ্ছিন্নতা | ২,৮১২ কিলোমিটার (১,৭৪৭.৩ মা) → Kukurtlu |
পূর্বপুরুষ শিখর | মাউন্ট এভারেস্ট[note 1] |
তালিকাসমূহ | দেশের উচ্চ বিন্দু অতি সাতটি শীর্ষবিন্দু |
স্থানাঙ্ক | ৪৫°৪৯′৫৮″ উত্তর ৬°৫১′৫৪″ পূর্ব |
ভূগোল | |
অবস্থান | আওস্তা ভ্যালি, ইতালি ওত্-স্যাভয়, ফ্রান্স |
মূল পরিসীমা | Graian Alps |
আরোহণ | |
প্রথম আরোহণ | ৮ই আগষ্ট ১৭৮৬ by Jacques Balmat Michel-Gabriel Paccard |
আল্পস পর্বতমালার অংশ মঁ ব্লঁ পর্বতটি ইতালির আওস্তা উপত্যকা এবং ফ্রান্সের ওত-সাভোয়া এলাকার মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত। পর্বতশীর্ষটি ঠিক কোন্ দেশের চৌহদ্দিতে অবস্থিত তা নিয়ে এখনো বাদানুবাদ চলছে। ফ্রান্স ও ইতালি উভয়েই এটিকে নিজ-নিজ দেশের অন্তর্গত বলে দাবী করে। ১৮৬১ খ্রিষ্টাব্দে ফ্রান্স ও সার্দিনিয়া রাজ্যের মধ্যে এক আলোচনায় পর্বতটির শীর্ষবিন্দুতে দেশ দুইটির সীমানা নির্ধারিত হয়।
মঁ ব্লঁ’র কাছে অবস্থিত সবচেয়ে পরিচিত দুইটি শহর হচ্ছে ইতালির আওস্তা উপত্যকার কুরমাইয়োর এবং ফ্রান্সের ওত-সাভোয়া এলাকার শামোনিখ। শামোনিখেই প্রথম শীতকালীন অলিম্পিক্সের আসর বসে। মঁ ব্লঁ-র তলদেশ দিয়ে ১৯৫৭ ও ১৯৬৫ খ্রিস্টাব্দের মধ্যে এই দুই শহরের মধ্যে সংযোগ স্থাপনকারী ১১.৬ কিলোমিটার দীর্ঘ মঁ ব্লঁ টানেল খোঁড়া হয়।
পর্যটন
মঁ ব্লঁ ও তার আশেপাশের পর্বতগুলি পর্বতারোহন এবং স্কি করার এলাকা হিসেবে জনপ্রিয়। এছাড়াও সুইজার্যলাণ্ড ভ্রমণকারীদের জন্য মঁ ব্লঁ একটি অপরিহার্য পর্যটন কেন্দ্র।
গ্যালারি
তথ্যসূত্র
বহিঃসংযোগ
![]() |
উইকিমিডিয়া কমন্সে Mont Blanc সংক্রান্ত মিডিয়া রয়েছে। |
- Mont Blanc on French IGN map portal
- Places to visit around Mont Blanc
- Indepth guide to Mont Blanc
- Mont-Blanc summit webcam: Close up of the summit of the Mont Blanc and its glaciers at 4811m.
- Mont-Blanc panoramic webcam: See severals points of view of the Mont-Blanc range and zoom on the top.