মোহাম্মেদ এল বারাদেই

মোহাম্মেদ এল বারাদেই মিশরের একজন উপরাষ্ট্রপতি এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) এর ডিরেক্টর জেনারেল। তিনি এবং আইএইএ ২০০৫ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন।

মোহাম্মেদ এল বারাদেই
Mohamed El Baradei
মিশরের উপরাষ্ট্রপতি
কাজের মেয়াদ
১৪ জুলাই, ২০১৩  ১৪ আগস্ট ২০১৩
পূর্বসূরীমাহমুদ মেক্কি
ব্যক্তিগত বিবরণ
জন্ম১৭ জুন ১৯৪২
কাইরো, মিশর
সন্তান২ জন
ধর্মইসলাম
ওয়েবসাইটhttp://www.mohamedelbaradei.com

পারিবারিক জীবন

এল বারাদেই ১৯৪২ সালে কাইরোতে জন্মগ্রহণ করেন এবং সেখানেই বড় হন। তার বাবা মোস্তাফা এল বারাদেইও একজন খ্যাতিমান ব্যক্তি।

প্রাপ্ত পুরস্কার

মোহাম্মেদ এল বারাদেই অনেক পুরস্কার পেয়েছেন। তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো:

  • শান্তিতে নোবেল পুরস্কার (২০০৫)
  • দ্য ফ্রাঙ্কলিন ডি. রুজভেল্ট ফোর ফ্রীডমস অ্যাওয়ার্ড (২০০৬)।[1]
  • আমেরিকান একাডেমি অব অ্যাচিভমেন্ট। [2]
  • জেমস পার্ক মর্টন ইন্টারফেইথ অ্যাওয়ার্ড। [2]
  • মুসলিম পাবলিক অ্যাফেয়ার্স কাউন্সিল।[3]
  • "এল আথির" পুরস্কার। [4]

আরও দেখুন

তথ্যসূত্র

  1. fourfreedoms.nl (ইংরেজি)
  2. "opa.yale.edu"। ২৫ জুলাই ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ সেপ্টেম্বর ২০১৭
  3. ampac.org
  4. "Director General El Baradei's Biography"। ৪ জানুয়ারি ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ সেপ্টেম্বর ২০১৭
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.