মালদ্বীপ জাতীয় মহিলা ফুটবল দল

মালদ্বীপ জাতীয় মহিলা ফুটবল দল হল আন্তর্জাতিক মহিলা ফুটবলে মালদ্বীপের প্রতিনিধিত্বকারী ফুটবল দল যা মালদ্বীপ ফুটবল অ্যাসোসিয়েশন কর্তৃক পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়। দলটি ২০০৩ সালে গঠিত হয় এবং তারা আনুষ্ঠিানিকাবে প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলে ২০০৪ সালের ১ অক্টোবর ভিয়েতনামের হো-চি-মিন এ মায়ানমারের সাথে।

মালদ্বীপ
ডাকনাম(সমূহ)টেউয়ের কন্যাগণ
অ্যাসোসিয়েশনমালদ্বীপ ফুটবল অ্যাসোসিয়েশন
কনফেডারেশনএএফসি (এশিয়া)
প্রধান কোচমোহামেদ আথিফ[1]
অধিনায়কফধুয়া জাহির
স্বাগতিক স্টেডিয়ামরাসমী ধান্দু স্টেডিয়াম
ফিফা কোডMDV
প্রথম জার্সি
দ্বিতীয় জার্সি
তৃতীয় জার্সি
ফিফা র‌্যাঙ্কিং
সর্বোচ্চ৯১ (ডিসেম্বর ২০০৯)
সর্বনিম্ন১৪০ (সেপ্টেম্বর ২০১৯)
প্রথম আন্তর্জাতিক খেলা
মায়ানমার ১৭–০ মালদ্বীপ 
(হো চি মিন সিটি, ভিয়েতনাম; ১ অক্টোবর ২০০৮)
বৃহত্তম জয়
মালদ্বীপ ৩–০ কাতার 
(মালে, মালদ্বীপ; ২৭ এপ্রিল ২০১৩)
বৃহত্তম হার
মায়ানমার ১৭–০ মালদ্বীপ 
(হো চি মিন সিটি, ভিয়েতনাম; ১ অক্টোবর ২০০৮)

খেলার রেকর্ড

দক্ষিণ এশীয় গেম্‌স

দক্ষিণ এশীয় গেম্‌স
বছর ফলাফল খেলে জয় ড্র পরা স্বগো বিগো গোপা
২০১০গ্রুপ পর্ব১০-৭
২০১৬গ্রুপ পর্ব১৩-১১
মোট২/২২৩-১৮

তথ্যসূত্র

  1. FIFA.com। "Member Association - Maldives - FIFA.com"www.fifa.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-০৮-০৪

টেমপ্লেট:মালদ্বীপের জাতীয় ক্রীড়া দলসমূহ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.