এইচটিএমএল

হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ (অথবা এইচটিএমএল, ইংরেজি: Hyper Text Markup Language) হলো একটি মার্ক আপ ল্যাঙ্গুয়েজ। এইচটিএমএল এর মার্ক আপ ট্যাগ সমূহ ব্যবহার করে ওয়েবপেজ এর বেসিক কাঠামো তৈরি করা হয়।
প্রকৃত অর্থে এটি কোনো প্রোগ্রামিং ল্যাংগুয়েজ নয় বরং একটি মার্কআপ ল্যাংগুয়েজ যা একসারি মার্কআপ ট্যাগ এর সমন্বয় গঠিত । ইন্টারনেটে, তথা ওয়েবসাইটে ওয়েবপেজ তৈরিতে এইচ টি এম এল সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। এই ফাইলের এক্সটেনশন .html অথবা .htm উভয়ই হতে পারে। এতে বিভিন্ন এইচটিএমএল ট্যাগ ব্যবহার করে বিভিন্ন ফর্ম্যাটিং, অবজেক্ট ও লিংক প্রকাশ করা করা হয়। HTML এর সর্বশেষ ভার্সন হলো HTML5 যার উন্নয়ন কাজ এখন সম্পূর্ণ এবং নতুন আদর্শমান । HTML5 এ ওয়েবসাইটে অডিও,ভিডিও যোগ করার জন্য নতুন আদর্শ(স্ট্যান্ডার্ড) যোগ করা হয়েছে।

HTML
(HyperText Markup Language)
ফাইলনাম এক্সটেনশন
  • .html
  • .htm
ইন্টারনেট মাধ্যমের ধরণtext/html
টাইপ কোডটেক্সট
নির্মাণেW3C & WHATWG
প্রাথমিক মুক্তি১৯৯৩ (1993)
সর্বশেষ প্রকাশ৫.০ / ৫.১ (working draft)  / ২৮ অক্টোবর ২০১৪ (2014-10-28)
বিন্যাসের ধরণডকুমেন্ট ফাইল ফরম্যাট
প্রসারিত হয়েছেSGML
সম্প্রসারিতXHTML
মানদণ্ড
মুক্ত বিন্যাস?Yes
ওয়েবসাইট

ইতিহাস

১৯৮০ সালে ব্রিটিশ কম্পিউটার বিজ্ঞানী টিম বার্নার্স-লি, যিনি সার্ন এ একজন ঠিকাদার ​​ছিলেন, সর্বপ্রথম সার্ন গবেষকদের মাঝে দস্তাবেজ শেয়ার করার জন্য ENQUIRE prototyped নামে একটি ‍System এর প্রস্তাব দেন। ১৯৮৯ সালে, বার্নার্স-লি একটি ইন্টারনেট ভিত্তিক হাইপারটেক্সট সিস্টেম প্রস্তাবে একটি মেমো লিখেন। ১৯৯০ সালে বার্নার্স-লি ব্রাউজার এবং সার্ভারের সফ্টওয়্যারে এইচটিএমএল (HTML) এর উল্লেখ করেন ।এ বছরেই, বার্নার্স-লি এবং সার্ন এর তথ্য সিস্টেম ইঞ্জিনিয়ার Robert Cailliau যৌথভাবে সার্নকে এ প্রকল্পের জন্য অর্থায়নে অনুরোধ করেন, কিন্তু প্রকল্পটি আনুষ্ঠানিকভাবে সার্ন দ্বারা গৃহীত হয়নি।

ডব্লিঊথ্রিসি দ্বারা তৈরি ঐতিহাসিক লোগো

ট্যাগ

কোড লেখার আগে পরে নির্দিষ্ট কিছু চিহ্নসহ নির্ধারিত কিছু শব্দ ব্যবহার করা হয়। এগুলোকে ট্যাগ বলে। একটি হচ্ছে আরম্ভ ট্যাগ (যেমন <h1>) এবং অপরটি সমাপ্তি ট্যাগ (</h1>)

বিভিন্ন কোড

হেডিং

এইচটিএমএল হেডিং <h1> থেকে <h6> ট্যাগসমূহ দ্বারা লেখা হয়।[1] h1 হচ্ছে সবচেয়ে বড় হেডিং এবং ক্রমান্বয়ে h6 সবচেয়ে ছোট। বিভিন্ন ধরনের বড় ছোট হেডিং নিম্নরূপে লেখা হয়।

<h1>বড় হেডিং</h1>
<h6>ছোট হেডিং</h6>

অনুচ্ছেদ ট্যাগ

কোন অনুচ্ছেদ লেখার জন্যে আরম্ভ ট্যাগ হিসেবে <p> এবং সমাপ্তি ট্যাগ হিসেবে </p> ব্যবহার করতে হয়। আপনার কাঙ্খিত অনুচ্ছেদটি টি <p> এবং

মাঝখানে লেখা হয়।
উদাহরণঃ

<p>.আপনার কাঙ্খিত অনুচ্ছেদ..</p>
<p>আপনার কাঙ্খিত অনুচ্ছেদ</p>

এইচটিএমএল টেবিল

এইচটিএমএল এ টেবিল তৈরী করার জন্য নিম্নের কোড ব্যবহার করা হয়।টেবিল তৈরীতে চার ধরনের Tag ব্যবহার করে হয়।

<table>
<tr></tr>
<th></th> 
<td></td>
</table>
  • <tr> ট্যাগ ব্যবহার করা হয় Table Row লেখার জন্য ।
  • <th> ট্যাগ ব্যবহার করা হয় Table Header লেখার জন্য ।
  • <td> ট্যাগ ব্যবহার করা হয় table Data লেখার জন্য ।
    <table border="1">
    <tr>
    <th>দেশের</th>
    <th>স্বাধীনতার বছর</th>
    </tr>
    <tr>
    <td>বাংলাদেশ</td>
    <td>১৯৭১</td>
    </tr>
    </table>
    

<<>>উপরের কোডটির আউটপুট হিসেবে নিচের টা আসবে।

দেশের নাম স্বাধীনতার বছর
বাংলাদেশ ১৯৭১


এছারা আরো অনেক কোড আছে যেমন <li>...</li> <ul>...</ul> <ol>...</ol> <img src="imagelink">...</img> |

তথ্যসূত্র

বহিঃসংযোগ

  1. w3schools
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.