৭ নং ক্রোমোজোম (মানবদেহ)

৭ নং ক্রোমোজোম হল মানবদেহে বিদ্যমান ২৩ জোড়া ক্রোমোজোমের একটি। মানুষের সাধারণত ক্রোমোজোমে দুই সেট থাকে। ৭ নং ক্রোমোজোমে ১৫৯ মিলিয়ন [2]ভিত্তি জোড়া (যা ডিএনএ তৈরীর মূল উপাদান) থাকে, যা কোষে অবস্থিত মোট ডিএনএ-এর ৫ থেকে ৫.৫%।

৭ নং ক্রোমোজোম (মানবদেহ)
৭ নং মানব ক্রোমোজোমের জোড়া (জি ব্র্যান্ডিং-এর পরে)। একটি মাতা হতে, আরেকটি পিতা হতে।
মানব পুরুষ ক্যারিওগ্রাম-এ ৭ নং ক্রোমোজোমের জোড়া।
বৈশিষ্ট্য
দৈর্ঘ্য (bp)১৫৯,৩৪৫,৯৭৩ bp
জিনের সংখ্যা২,১৪৬
ধরণঅটোজোম
সেন্ট্রোমিয়ারের অবস্থানসাবমেটাসেন্ট্রিক[1]
শনাক্তকারী
রেফসেকNC_000007 (ইংরেজি)
জেন ব্যাংকCM000669 (ইংরেজি)
৭ নং মানব ক্রোমোজোমের ইডিওগ্রাম। Mbp অর্থ মেগা ভিত্তি জোড়া

গবেষকগণ প্রত্যেক ক্রোমোজমে অবস্থিত জীনের সংখ্যা নির্ধারণে বিভিন্ন পন্থা অনুসরণ করে। আনুমাণিক এই জীনের সংখ্যার কিছুটা কম বেশি হতে পারে। ক্রোমোজোম ৭ সম্ভবত ১০০০ থেকে ১৪০০টি জীন ধারণ করে। এটা হোমিওবক্স জীনগুচ্ছও ধারণ করে।[3]

তথ্যসূত্র

  1. "Table 2.3: Human chromosome groups"Human Molecular Genetics [মানব আনবিক জীনতত্ত্ব] (ইংরেজি ভাষায়) (২য় সংস্করণ)। গারল্যান্ড সাইন্স। ১৯৯৯।
  2. What is chromosome 7, "Genetics Home Reference" of U.S. National Library of Medicine. April 2008. [2014-05-14].
  3. Hillier LW, Fulton RS, Fulton LA, Graves TA, Pepin KH, Wagner-McPherson C, Layman D, Maas J, Jaeger S, Walker R, Wylie K, Sekhon M, Becker MC, O'Laughlin MD, Schaller ME, Fewell GA, Delehaunty KD, Miner TL, Nash WE, Cordes M, Du H, Sun H, Edwards J, Bradshaw-Cordum H, Ali J, Andrews S, Isak A, Vanbrunt A, Nguyen C, Du F, Lamar B, Courtney L, Kalicki J, Ozersky P, Bielicki L, Scott K, Holmes A, Harkins R, Harris A, Strong CM, Hou S, Tomlinson C, Dauphin-Kohlberg S, Kozlowicz-Reilly A, Leonard S, Rohlfing T, Rock SM, Tin-Wollam AM, Abbott A, Minx P, Maupin R, Strowmatt C, Latreille P, Miller N, Johnson D, Murray J, Woessner JP, Wendl MC, Yang SP, Schultz BR, Wallis JW, Spieth J, Bieri TA, Nelson JO, Berkowicz N, Wohldmann PE, Cook LL, Hickenbotham MT, Eldred J, Williams D, Bedell JA, Mardis ER, Clifton SW, Chissoe SL, Marra MA, Raymond C, Haugen E, Gillett W, Zhou Y, James R, Phelps K, Iadanoto S, Bubb K, Simms E, Levy R, Clendenning J, Kaul R, Kent WJ, Furey TS, Baertsch RA, Brent MR, Keibler E, Flicek P, Bork P, Suyama M, Bailey JA, Portnoy ME, Torrents D, Chinwalla AT, Gish WR, Eddy SR, McPherson JD, Olson MV, Eichler EE, Green ED, Waterston RH, Wilson RK (জুলাই ২০০৩)। "The DNA sequence of human chromosome 7"। Nature424 (6945): 157–64। doi:10.1038/nature01782। PMID 12853948বিবকোড:2003Natur.424..157H</bn>Lichtenbelt KD, Hochstenbach R, van Dam WM, Eleveld MJ, Poot M, Beemer FA (জানু ২০০৫)। "Supernumerary ring chromosome 7 mosaicism: case report, investigation of the gene content, and delineation of the phenotype" (PDF)American Journal of Medical Genetics Part A132A (1): 93–100। doi:10.1002/ajmg.a.30408। PMID 15580634 অজানা প্যারামিটার |lnguage= উপেক্ষা করা হয়েছে (সাহায্য)

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.