মুম্বই-পুনে এক্সপ্রেসওয়ে

মুম্বাই-পুনে এক্সপ্রেসওয়ে ২০০২ সালে চালু হয়। এটি ভারতের প্রথম ৬ লেনের সড়ক। এটি মহারাষ্ট্রের রাজধানী তথা ভারতের অর্থনৈতিক রাজধানীর সঙ্গে মহারাষ্ট্রের আর এক মহানগর ও শিক্ষাকেন্দ্রকে যুক্ত করেছে। এই এক্সপ্রেসওয়েতে দিনে ৪৩,০০০ টি গাড়ি চলাচল করে।[1] এটি ভারতের একটি ব্যস্ততম সড়ক। এই এক্সপ্রেসওয়ে এনএইচ ৪ এর অংশ।

নেই

মুম্বাই-পুনে এক্সপ্রেসওয়ে
মুম্বাই পুনে এক্সপ্রেসওয়ের একটি অংশ
পথের তথ্য
এমএসআরডিসি দ্বারা রক্ষণাবেক্ষণকৃত
দৈর্ঘ্য:৯৪.৫ কিমি (৫৮.৭ মাইল)
প্রধান সংযোগস্থল
থেকে:কালামবোলি,নভি মুম্বাই
পর্যন্ত:দেহু রোড,পুনে
অবস্থান
রাজ্য:মহারাষ্ট্র
প্রধান শহর:পানভেল,খান্ডালা,লনাভেলা
মহাসড়ক ব্যবস্থা
  • জাতীয়
  • এক্সপ্রেসওয়ে
  • রাজ্য

    ইতিহাস

    নির্মাণ

    খান্ডালার কাছে

    এই এক্সপ্রেসওয়েটি নির্মাণ করেছে মহারাষ্ট্র রাজ্য সড়ক উন্নয়ন পর্ষদ। ৯৪.৫ কিলোমিটার এর এক্সপ্রেসওয়েটি নির্মাণে খরচ হয়েছে 16.3 বিলিয়ন (US$২২৬.৮১ মিলিয়ন) টাকা। এই সড়কে মোট ৬ টি সুড়ঙ্গ পথ রয়েছে। এর মধ্যে সবচেয়ে দীর্ঘটি ১কিলোমিটার এর বেশি।

    আরও দেখুন

    তথ্যসূত্র

    1. "Mumbai-Pune expressway,India"। সংগ্রহের তারিখ ১৯-১০-২০১৬ এখানে তারিখের মান পরীক্ষা করুন: |সংগ্রহের-তারিখ= (সাহায্য)
    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.