বিশ্ব স্বাস্থ্য সংস্থা

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (World Health Organization) জাতিসংঘের একটি সহযোগী সংস্থা বা এজেন্সী। বিশ্ব স্বাস্থ্য সংস্থা আন্তর্জাতিক জনস্বাস্থ্য বিষয়ে সমন্বয়কের ভূমিকা পালন করে থাকে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ১৯৪৮ সালের ৭ এপ্রিল প্রতিষ্ঠিত হয়। এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত।


বিশ্ব স্বাস্থ্য সংস্থা
منظمة الصحة العالمية
世界卫生组织
Organization mondiale de la santé
Всемирная организация здравоохранения
Organización Mundial de la Salud
বিশ্ব স্বাস্থ্য সংস্থা'র পতাকা
সংস্থার ধরণজাতিসংঘের বিশেষায়িত সংস্থা
সংক্ষিপ্ত নামহু
ওএমএস
প্রধানটেডরস আধানম গোবিয়াসেস
মর্যাদাসক্রিয়
প্রতিষ্ঠাকাল৭ এপ্রিল, ১৯৪৮
প্রধান কার্যালয়জেনেভা, সুইজারল্যান্ড
ওয়েবসাইটwww.who.int
মাতৃ সংস্থাজাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদ (ইকোসক)

সংস্থার প্রধান হিসেবে রয়েছেন একজন মহাপরিচালক যিনি বিশ্ব স্বাস্থ্য সম্মেলন থেকে মনোনীত হয়ে থাকেন।[1] বর্তমান মহাপরিচালক হিসেবে রয়েছেন ইথিওপিয়ার অধিবাসী তেদ্রোস আধানম গেবিয়াসেস। তিনি ১ জুলাই, ২০১৭ তারিখে নিযুক্ত হয়েছেন।[2][3]

জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদরদপ্তর।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মকান্ড

পরিবেশগত স্বাস্থ্য সুরক্ষা

২০১২ সালে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরিপ মতে পৃথিবীতে প্রায় ১ কোটি ২৬ লক্ষ মানুষ অস্বাস্থ্যকর কাজ করার কারণে মারা যান। অর্থাৎ, প্রতি ৪ জনে ১ জনের মৃত্য ঘটে এই কারণে। এর জন্য দায়ী অস্বাস্থ্যকর বায়ু, পানি, রাসায়নিক দ্রব্য ইত্যাদি। এসকল বস্তু মানুষের শরীরে প্রায় ১০০ প্রকারের রোগ সৃষ্টিতে সক্ষম। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই ব্যাপারগুলো কমিয়ে আনার ব্যাপারে বদ্ধ পরিকর।শিশুদের ৬ টি ঘাতক রোগ (হাম,ডিপথেরিয়া,টিটেনাস,যক্ষ্মা,পোলিও ও হুপিং কাশি ) প্রতিরোধ করে। এছাড়াও ম্যালেরিয়া দূরীকরণ,বিশুদ্ধ পানির ব্যবস্থা,পয়ঃনিষ্কাশনের ব্যবস্থার উন্নতি করে।কলেরা ও ডায়রিয়া নিয়ন্ত্রণে সহায়তা করে।

তথ্যসূত্র

  1. "Governance"। WHO। সংগ্রহের তারিখ ৫ ফেব্রুয়ারি ২০১২
  2. "Director-General"। WHO। সংগ্রহের তারিখ ৫ ফেব্রুয়ারি ২০১২
  3. "Dr Margaret Chan nominated for a second term to be WHO Director-General"WHO Media Centre। WHO। সংগ্রহের তারিখ ৫ ফেব্রুয়ারি ২০১২

বহিঃসংযোগ

প্রাথমিকভাবে ৯০টি জাতি রাষ্ট্রের সমন্বয়ে বিশ্বস্বাস্থ সংস্থা তার যাত্রা শুরু করে। বর্তমানে এর সদস্য সংখ্যা ১৯৪টি এবং জাতিসংঘের সকল সদস্য রাষ্ট্রই বিশ্বস্বাস্থ সংস্থার সদস্য।

টেমপ্লেট:ECOSOC টেমপ্লেট:Occupational safety and health

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.