বর্ডার-গাভাস্কার ট্রফি

বর্ডার-গাভাস্কার ট্রফি ভারতঅস্ট্রেলিয়ার মধ্যকার টেস্ট ক্রিকেট সিরিজের নাম। সাম্প্রতিক বছরগুলোয় এ টেস্ট সিরিজটি স্বল্প ব্যবধানে জয় অথবা তুমুল উত্তেজনাপূর্ণ অবস্থায় ড্রয়ে পরিণত হয়েছে। বর্তমানে এ সিরিজটি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের ভবিষ্যৎ সফর পরিকল্পনার অংশ হিসেবে বিভিন্ন সময়ের ব্যবধানে পরিচালিত হচ্ছে। কোন কারণে সিরিজ ড্র হলে ট্রফি ধারক দলের কাছেই থাকে। দশ হাজার টেস্ট রান সংগ্রাহক ও দলীয় অধিনায়কদ্বয় - অস্ট্রেলিয়ার অ্যালান বর্ডার ও ভারতের সুনীল গাভাস্কারের নাম অনুসারে এ ট্রফির নামকরণ করা হয়েছে।

বর্ডার-গাভাস্কার ট্রফি
ব্যবস্থাপকক্রিকেট অস্ট্রেলিয়াবিসিসিআই
খেলার ধরনটেস্ট
প্রথম টুর্নামেন্ট১৯৯৬
শেষ টুর্নামেন্ট২০১২-১৩
প্রতিযোগিতার ধরনসিরিজ
দলের সংখ্যা
বর্তমান ট্রফি ধারক ভারত
সর্বাধিক সফল ভারত (৬বার শিরোপা)[1]
সর্বাধিক রান শচীন তেন্ডুলকর (২,৩৮০)
সর্বাধিক উইকেট অনিল কুম্বলে (১১১)
২০১৪-১৫ ভারত ক্রিকেট দলের অস্ট্রেলিয়া সফর

ইতিহাস

১৯৯৬-৯৭ মৌসুমে প্রথমবারের মতো বর্ডার-গাভাস্কার ট্রফি ভারতে অনুষ্ঠিত হয়। এতে স্বাগতিক ভারত ১-০ ব্যবধানে সিরিজ জয় করে। ১৯৯৯-২০০০ মৌসুমে অস্ট্রেলিয়া ৩-০ ব্যবধানে সিরিজ জয়ের মাধ্যমে প্রথম ট্রফি জয় করে। এরপর থেকেই উভয় দল পালাক্রমে ট্রফিটি নিজেদের করে নিচ্ছে। কিন্তু স্টিভ ওয়াহ’র নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া দল ভারতে ট্রফি লাভে সক্ষমতা দেখায়নি। ২০০৪-০৫ মৌসুমে নিয়মিত অধিনায়ক রিকি পন্টিংয়ের আঘাতজনিত কারণে অ্যাডাম গিলক্রিস্ট চূড়ান্ত টেস্টে জয়ের মাধ্যমে ২-১ ব্যবধানে সিরিজ জয় করে। ২০০৭-০৮ মৌসুমে অস্ট্রেলিয়ার মেলবোর্ন ও সিডনিতে চার টেস্ট সিরিজের প্রথম দুই টেস্ট জয়ের ফলে ট্রফি নিজেদের করে রাখে। ২০১০ সালে ২-০ ব্যবধানে ভারত সিরিজ জয় করে। ২০১১-১২ মৌসুমে ৪-০ ব্যবধানে সিরিজ জয় করে ও ২০০৭-০৮ মৌসুমের পর প্রথমবারের মতো নিজেদের করায়ত্ব করে। ২০১২-১৩ মৌসুমে ৪-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করে ট্রফি পুণরুদ্ধার করে।

প্রেক্ষাপট

বর্ডার-গাভাস্কার ট্রফি প্রবর্তনের পূর্বে ভারত ও অস্ট্রেলিয়া ১৯৪৭ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত ৪৯ বছরে ৫০বার একে-অপরের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হয়। উভয় দলের সফর অ্যাশেজের ন্যায় নির্ধারিত ছিল না। ১০-১৫ বছরের ব্যবধানে দেশ সফর করতো। ঐ ৫০-টেস্টে অস্ট্রেলিয়া ২৪বার ও ভারত ৮বার জয় করে। বাদ-বাকী ১ টেস্ট টাই হয় ও ১৭ টেস্ট নিষ্প্রাণ ড্রয়ে পরিণত হয়।[2] নিম্নবর্ণিত সফরগুলো নিয়মিত আকারে অনুষ্ঠিত হয়।

  • ১৯৪৭-৪৮ ভারত ক্রিকেট দলের অস্ট্রেলিয়া সফর (৫ টেস্ট)
  • ১৯৫৬-৫৭ অস্ট্রেলিয়া ক্রিকেট দলের ভারত সফর (৩ টেস্ট)
  • ১৯৫৯-৬০ অস্ট্রেলিয়া ক্রিকেট দলের ভারত সফর (৫ টেস্ট)
  • ১৯৬৪-৬৫ অস্ট্রেলিয়া ক্রিকেট দলের ভারত সফর (৩ টেস্ট)
  • ১৯৬৭-৬৮ ভারত ক্রিকেট দলের অস্ট্রেলিয়া সফর (৪ টেস্ট)
  • ১৯৬৯-৭০ অস্ট্রেলিয়া ক্রিকেট দলের ভারত সফর (৫ টেস্ট)
  • ১৯৭৭-৭৮ ভারত ক্রিকেট দলের অস্ট্রেলিয়া সফর (৫ টেস্ট)
  • ১৯৭৯-৮০ অস্ট্রেলিয়া ক্রিকেট দলের ভারত সফর (৬ টেস্ট)
  • ১৯৮০-৮১ ভারত ক্রিকেট দলের অস্ট্রেলিয়া সফর (৩ টেস্ট)
  • ১৯৮৫-৮৬ ভারত ক্রিকেট দলের অস্ট্রেলিয়া সফর (৩ টেস্ট)
  • ১৯৮৬-৮৭ অস্ট্রেলিয়া ক্রিকেট দলের ভারত সফর (৩ টেস্ট)
  • ১৯৯১-৯২ ভারত ক্রিকেট দলের অস্ট্রেলিয়া সফর (৫ টেস্ট)

প্রচার মাধ্যম

অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত খেলা: অস্ট্রেলিয়ায় নাইন নেটওয়ার্কএবিসি রেডিও। ভারতে ইএসপিএন স্টার স্পোর্টস, অল ইন্ডিয়া রেডিও
ভারতে অনুষ্ঠিত খেলা: ভারতে ইএসপিএন স্টার স্পোর্টস, ডিডি ন্যাশনাল, অল ইন্ডিয়া রেডিও। অস্ট্রেলিয়ায় নাইন নেটওয়ার্ক, ফক্স স্পোর্টসএবিসি রেডিও

ফলাফল

সালখেলার স্থানফলাফলসিরিজের সেরা খেলোয়াড়
১৯৯৬-৯৭ভারতভারত একমাত্র টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে জয়ীনয়ন মঙ্গিয়া
১৯৯৭-৯৮ভারতভারত ৩-টেস্টের সিরিজে ২-১ ব্যবধানে জয়ীশচীন তেন্ডুলকর
১৯৯৯-২০০০অস্ট্রেলিয়াঅস্ট্রেলিয়া ৩-টেস্টের সিরিজে ৩-০ ব্যবধানে জয়ীশচীন তেন্ডুলকর
২০০০-০১ভারতভারত ৩-টেস্টের সিরিজে ২-১ ব্যবধানে জয়ীহরভজন সিং / ম্যাথু হেইডেন
২০০৩-০৪অস্ট্রেলিয়া১-১ সিরিজ ড্র হওয়ায় ট্রফি ভারতের হস্তগতরাহুল দ্রাবিড়
২০০৪-০৫ভারতঅস্ট্রেলিয়া ৪-টেস্টের সিরিজে ২-১ ব্যবধানে জয়ীড্যামিয়েন মার্টিন
২০০৭-০৮অস্ট্রেলিয়াঅস্ট্রেলিয়া ৪-টেস্টের সিরিজে ২-১ ব্যবধানে জয়ীব্রেট লি
২০০৮-০৯ভারতভারত ৪-টেস্টের সিরিজে ২-০ ব্যবধানে জয়ীইশান্ত শর্মা
২০১০-১১ভারতভারত ২-টেস্টের সিরিজে ২-০ ব্যবধানে জয়ীশচীন তেন্ডুলকর
২০১১-১২অস্ট্রেলিয়াঅস্ট্রেলিয়া ৪-টেস্টের সিরিজে ৪-০ ব্যবধানে জয়ীমাইকেল ক্লার্ক
২০১২-১৩ভারতভারত ৪-টেস্টের সিরিজে ৪-০ ব্যবধানে জয়ীরবিচন্দ্রন অশ্বিন
২০১৪-১৫অস্ট্রেলিয়াঅস্ট্রেলিয়া ৪-টেস্টের সিরিজে ২-০ ব্যবধানে জয়ীস্টিভ স্মিথ
২০১৬-১৭ভারতভারত ৪-টেস্টের সিরিজে ২-১ ব্যবধানে জয়ীরবীন্দ্র জাদেজা

তথ্যসূত্র

  1. "Records / Border-Gavaskar Trophy / Series results"। espncricinfo.com। সংগ্রহের তারিখ ১৭ জুলাই ২০১৩
  2. "India vs Australia in tests"Cricinfo। সংগ্রহের তারিখ ৩০ সেপ্টেম্বর ২০১২

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.