বরিশাল মডেল স্কুল অ্যান্ড কলেজ

বরিশাল মডেল স্কুল অ্যান্ড কলেজ বাংলাদেশের বরিশাল শহরে অবস্থিত একটি সরকারি শিক্ষা প্রতিষ্ঠান। [1] ২০০৭ সালে এটি প্রতিষ্ঠিত হয়। এখানে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক ছাত্রছাত্রীদের পাঠদান করে থাকে।

বরিশাল মডেল স্কুল অ্যান্ড কলেজ
ঠিকানা
রাজা বাহাদুর সড়ক
বরিশাল
বরিশাল, বাংলাদেশ, ৮২০০
তথ্য
বিদ্যালয়ের ধরনসরকারি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক
প্রতিষ্ঠাকাল২০০৭ (2007)
স্থাপিত২০০৭
প্রতিষ্ঠাতাবাংলাদেশ সরকার
লিঙ্গসমন্বিত
ভাষার মাধ্যমবাংলা এবং ইংরেজি
ভাষাবাংলা
ক্যাম্পাসশহুরে পরিবেশ
আয়তন১.৮০ একর
রঙ        
ক্রীড়াফুটবল, ক্রিকেট
ডাকনামবিএমসিবি
বর্ষপুস্তকস্ফুরণ
শিক্ষা বোর্ডবরিশাল শিক্ষা বোর্ড
ওয়েবসাইটwww.bmscbd.com

ইতিহাস

বরিশাল মডেল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণ

বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয় এর অধীনে ১১৪ টাকা ব্যয়ে ঢাকা মহানগরী সহ দেশের ৬টি বিভাগীয় শহরে ১১টি মডেল স্কুল ও কলেজ প্রতিষ্ঠার প্রকল্প হাতে নেয়া হয়। ঐ ১১টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে মাঝে ঢাকা মহানগরীতে ৫টি, বাকী ৫টি বিভাগীয় শহরে ৫টি এবং বগুড়াতে একটি বিদ্যালয় স্থাপনের পরিকল্পনা করা হয়। ২০০৬ সালের ৩১ জানুয়ারি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির এক সভায় প্রকল্পটি গৃহীত হয় ও বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়। এ প্রকল্পের অংশ হিসেবে ঢাকা মহানগরীতে ৪ টি (মোহাম্মদপুরে ১টি, মিরপুরের রূপনগরে ১টি, শ্যমপুরে ১টি, লালবাগে ১টি) এবং রাজশাহী, চট্টগ্রাম, সিলেট, বরিশাল ও খুলনায় ১টি করে মোট ৯টি মডেল কলেজ প্রতিষ্ঠা করা হয়। বাকি দু’টি প্রতিষ্ঠান (ঢাকা ও বগুড়ায়) বর্তমানে বিয়াম ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত হচ্ছে।

২০০৭ সালে বরিশাল শহরের রাজাবাহাদুর সড়কের পাশে ১.৮০ একরের উপরে বরিশাল মডেল স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠিত হয়। প্রফেসর নুরুল আমিন ১৫ এপ্রিল ২০০৭ এ প্রতিষ্ঠানটির প্রথম অধ্যক্ষ হিসেবে যোগদান করেন। পর্যায়ক্রমে শিক্ষক ও কর্মচারীদের নিয়োগ দেয়া হয় ও ২০০৭-২০০৮ শিক্ষাবর্ষে উচ্চমাধ্যমিক শ্রেনীর ছাত্রছাত্রীদের জন্য ভর্তির ঘোষণা করা হয়। পরবর্তীতে ২০০৮ সালে মাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য ষষ্ঠ - দশম শ্রেনীর কার্যক্রম শুরু হয়। [2]

অবকাঠামো

বরিশাল মডেল স্কুল অ্যান্ড কলেজ এর একাডেমিক ভবনটি পাঁচ তলা। এতে ৭৫টি কক্ষ, ১০টি বিজ্ঞানাগার, ৫০টি কম্পিউটার সমৃদ্ধ ১টি ল্যাব, একটি লাইব্রেরী ও ব্যয়ামাগার রয়েছে। চতুর্ভুজ আকৃতির ভবনটির মাঝখানে একটি বাগান রয়েছে। ভবনটির উত্তর ও দক্ষিণে দুটি পৃথক প্রবেশ পথ রয়েছে। এর সামনের দিকে ঐতিহ্যবাহী বেলস পার্ক উদ্যান বিস্তৃত। [2]

শিক্ষা কার্যক্রম

মাধ্যমিক

উচ্চ মাধ্যমিক

এই কলেজে এস,এস,সি, পরীক্ষার ফলাফলের ভিত্তিতে একাদশ শ্রেনীতে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় ছাত্রছাত্রীদের ভর্তির সুযোগ দেয়া হয়। উচ্চ মাধ্যমিক পরীক্ষা (এইচ,এস,সি) কার্যক্রম বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড দ্বারা নিয়ন্ত্রিত হয়।

শিক্ষা-সহায়ক কার্যক্রম

  • সাহিত্য-সংস্কৃতিক অনুষ্ঠান পালন
  • শরীরচর্চা শিক্ষা
  • লাইব্রেরি অনুশীলন
  • বিতর্ক প্রতিযোগিতা
  • শিক্ষা সফর
  • দেয়াল পত্রিকা প্রকাশ
  • কলেক বার্ষিকী প্রকাশ

উল্লেখযোগ্য প্রাক্তন ছাত্র ছাত্রী

আরও দেখুন

তথ্যসূত্র

  1. "আট বোর্ডের সেরা দশ - প্রধান খবর -Samakal Online Version"দৈনিক সমকাল। ৫ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ মে ২০১৫
  2. "বরিশাল মডেল স্কুল অ্যান্ড কলেজের ইতিহাস"। সংগ্রহের তারিখ ৩ মে ২০১৫

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.