বছর

এক বছর বলতে সূর্যকে ঘিরে কক্ষপথে পৃথিবী ঘোরার সময় একই ঘটনা দুইবার ঘটার মধ্যে সময়ের ব্যবধানকে বোঝায়। যেকোন গ্রহের ক্ষেত্রেই এই সংজ্ঞা প্রযোজ্য। যেমন - মাঙ্গলিক বছর বলতে মঙ্গল গ্রহের জন্য এক বছরকে বোঝায়।

প্রতীক

প্রতীক a

এসআই উপসর্গ গুণক

Ka বা কিলোবর্ষ (kiloannus জন্য), এক হাজার (১০) বছর সমান সময়ের একটি একক

Ma বা মেগাবর্ষ (megaannus-এর জন্য), দশ লক্ষ (১০) বছর সমান সময়ের একটি একক।

Ga বা গিগাবর্ষ (gigaannus-এর জন্য), একশো কোটি (১০) বছর সমান সময়ের একটি একক।

Ta বা টেরাবর্ষ (teraannus-এর জন্য), এক লক্ষ কোটি (১০১২) বছর সমান সময়ের একটি একক।

Pa বা পিটাবর্ষ (petaannus-এর জন্য), দশ কোটি কোটি (১০১৫) বছর সমান সময়ের একটি একক।

Ea বা এক্সাবর্ষ (exaannus-এর জন্য), দশ হাজার কোটি কোটি (১০১৮) বছর সমান সময়ের একটি একক।

প্রতীকসমূহ y এবং yr

এসআই সংক্ষেপ নয়এসআই-পূর্বনির্ধারিত সমতুল্যমাত্রার ক্রম
kyrka
  • হাজার বছর
myrMa
  • মিলিয়ন বছর
byrGa
  • বিলিয়ন বছর (হাজার মিলিয়ন বছর)
kya বা tya"ka ago"
  • হোমো স্যাপিয়েন্সের আবির্ভাব, আনু.২০০ kya
  • Out-of-Africa migration, আনু.৬০ kya
  • সর্বশেষ বরফতুল্য সর্বোচ্চ, আনু.২০ kya
  • নিওলিথিক বিপ্লব, আনু.১০ kya
mya"Ma ago"
  • প্যালিওলিথিক, ৫.৩ থেকে ২.৬ mya
    • সর্বশেষ ভূচৌম্বকীয় বিপরীতমুখী ছিল ০.৭৮ mya[1]
    • (Eemian Stage) বরফ যুগ শুরু হয়েছে ০.১৩ mya
  • হলোসিন শুরু হয়েছে ০.০১ mya
bya বা gya"Ga ago"
  • প্রাচীনতম সুকেন্দ্রিক, ২ bya
  • পৃথিবীর বয়স, ৪.৫ bya
  • মহা বিস্ফোরণ তত্ত্ব, ১৩.৮ bya

তথ্যসূত্র

  1. Bradford M. Clement (এপ্রিল ৮, ২০০৪)। "Dependence of the duration of geomagnetic polarity reversals on site latitude"। Nature428 (6983): 637–40। doi:10.1038/nature02459। PMID 15071591বিবকোড:2004Natur.428..637C
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.