দ্বারভাঙা

দ্বারভাঙা (ইংরেজি: Darbhanga) ভারতের বিহার রাজ্যের দ্বারভাঙা জেলার একটি শহর ও পৌর কর্পোরেশনাধীন এলাকা।

দ্বারভাঙা
दरभंगा (দরভঙ্গা)
শহর
দ্বারভাঙা
ভারতীয় রাজ্য বিহারে দারভাঙ্গার অবস্থান
স্থানাঙ্ক: ২৬.১৭° উত্তর ৮৫.৯° পূর্ব / 26.17; 85.9
দেশ ভারত
রাজ্যবিহার
জেলাদ্বারভাঙা
উচ্চতা৫২ মিটার (১৭১ ফুট)
জনসংখ্যা (২০১১)
  মোট৩৯,২১,৯৭১
  জনঘনত্ব১৭২১/কিমি (৪৪৬০/বর্গমাইল)
ভাষা
  দাপ্তরিক ভাষাহিন্দি, উর্দু, মৈথিলী
  অন্যান্যইংরেজি, বাংলা, মাড়ওয়ারী, সিন্ধি, পাঞ্জাবি, নেপালি
সময় অঞ্চলভাপ্রস (ইউটিসি+৫:৩০)
ডাকক্রমাঙ্ক8460xx
টেলিফোন কোড০৬২৭২
যানবাহন নিবন্ধনবিআর ০৭
লিঙ্গানুপাত৯১০:১০০০ /
লোকসভা নির্বাচনী ক্ষেত্রদারভাঙ্গা
বিধানসভা নির্বাচনী ক্ষেত্রদারভাঙ্গা, দারভাঙ্গা গ্রামীণ
ওয়েবসাইটdarbhanga.bih.nic.in

নামকরণ

অনুমান করা হয় যে 'দারভাঙ্গা' নামটি সংস্কৃত শব্দ দ্বারবঙ্গ শব্দ দুটির মিলিত রূপ। কিন্তু কেউকেউ মনে করেন যে দারভাঙ্গা নামটি ফার্সি শব্দ দার-এ-বাঙ্গাল (বাংলার দ্বার) শব্দ থেকে উত্পন্ন হয়েছে ও পরে স্থানীয় ভাষায় উচ্চারণের ফলে বর্তমান রূপ ধারণ করেছে। যুক্তুগুলি দেখলে দুটোই সমান গ্রহণ যোগ্য মনে হয়।

ভৌগোলিক উপাত্ত

শহরটির অবস্থানের অক্ষাংশ ও দ্রাঘিমাংশ হল ২৬.১৭° উত্তর ৮৫.৯° পূর্ব / 26.17; 85.9[1] সমূদ্র সমতল হতে এর গড় উচ্চতা হল ৩৯ মিটার (১২৭ ফুট)।

জনসংখ্যার উপাত্ত

ভারতের ২০০১ সালের আদমশুমারি অনুসারে দারভাঙ্গা শহরের জনসংখ্যা হল ২৬৬,৮৩৪ জন।[2] এর মধ্যে পুরুষ ৫৩% এবং নারী ৪৭%।

এখানে সাক্ষরতার হার ৬৪%। পুরুষদের মধ্যে সাক্ষরতার হার ৭২% এবং নারীদের মধ্যে এই হার ৫৬%। সারা ভারতের সাক্ষরতার হার ৫৯.৫%, তার চাইতে দারভাঙ্গা এর সাক্ষরতার হার বেশি।

এই শহরের জনসংখ্যার ১৫% হল ৬ বছর বা তার কম বয়সী।

তথ্যসূত্র

  1. "Darbhanga"Falling Rain Genomics, Inc (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ জানুয়ারি ২৫, ২০০৭
  2. "ভারতের ২০০১ সালের আদমশুমারি" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ জানুয়ারি ২৫, ২০০৭
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.