এ. বি. মির্জ্জা মোঃ আজিজুল ইসলাম

ড. এ. বি. মির্জ্জা মোঃ আজিজুল ইসলাম (জন্ম:২৩ ফেব্রুয়ারি ১৯৪১)[1] বাংলাদেশের একজন প্রখ্যাত অর্থনীতিবিদ[2] এবং শেয়ারবাজার বিশেষজ্ঞ। তিনি ২০০৭-০৮ সালের নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের সময় অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন।[1][2]

এ. বি. মির্জ্জা মোঃ আজিজুল ইসলাম
ড. মির্জ্জা আজিজুল ইসলাম
বাংলাদেশের অর্থমন্ত্রী
কাজের মেয়াদ
১৪ জানুয়ারি ২০০৭  ৬ জানুয়ারি ২০০৯
পূর্বসূরীড. সোয়েব আহমেদ
উত্তরসূরীএ. এম. এ. মুহিত
ব্যক্তিগত বিবরণ
জন্ম২৩ ফেব্রুয়ারি ১৯৪১
সুজা নগর, পাবনা, ব্রিটিশ ভারত
জাতীয়তাবাংলাদেশী
ধর্মইসলাম

প্রাথমিক জীবন

ড. এ. বি. মির্জ্জা মোঃ আজিজুল ইসলাম ১৯৪১ সালের ২৩ ফেব্রুয়ারি তারিখ তত্কালীন ব্রিটিশ ভারতের পাবনার সুজানগরে জন্মগ্রহণ করেন।[1][3]

শিক্ষা জীবন

মির্জ্জা আজিজুল ১৯৬১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর করে যুক্তরাষ্ট্রে গমন করেন এবং সেখানকার উইলিয়ামস কলেজ থেকে উন্নয়ন অর্থনীতিতেও স্নাতকোত্তর ও বোস্টন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচ-ডি সম্পন্ন করেন।[1]

কর্ম জীবন

তিনি ১৯৬২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক হিসেবে যোগ দেন;[4] পরবর্তীতে ১৯৬৪ সালে পাকিস্তান সিভিল সার্ভিসে 'সিএসপি' কর্মকর্তা হিসাবে নিয়োগ লাভ করেন এবং ১৯৮২ সালে জাতিসংঘে যোগ দেন।[1] পরবর্তীতে তিনি বাংলাদেশের শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা 'সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন' (এসইসি)-এর চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেন।[1][4] বর্তমানে তিনি ব্র্যাক ইউনিভার্সিটির ভিজিটিং প্রফেসর[1] ছাড়াও পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে ভালো ৩০টি কোম্পানি খুঁজে বের করার জন্য নিয়োগপ্রাপ্ত ১৫ সদস্যের জুরি বোর্ডের আহ্বায়ক হিসাবে দায়িত্ব পালন করছেন।[5] তিনি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা থাকাকালীন সময় ২০০৮ সালে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় প্রত্যক্ষ অবদান রাখেন।[6]

রচনাবলী

পুরস্কার ও সম্মননা

আরও দেখুন

তথ্যসূত্র

বহি:সংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.