আবদুল মালেক (সচিব)

আব্দুল মালেক একজন বাংলাদেশি সরকারি কর্মকর্তা যিনি বর্তমানে তথ্যসচিবের দায়িত্ব পালন করছেন। তিনি বাংলাদেশের পটুয়াখালী জেলায় জন্মগ্রহণ করেন। এরপূর্বে তিনি স্থানীয় সরকার বিভাগের সচিব হিসেবে কর্মরত ছিলেন।[1]

আব্দুল মালেক
মালেক মিয়া
জন্ম
বাউফল, পটুয়াখালী।
জাতীয়তাবাংলাদেশ
নাগরিকত্ব বাংলাদেশ
পেশাতথ্যসচিব

কর্মজীবন

মালেক ১৯৮৬ সালে সরকারের সহকারী কমিশনার পদে যোগদানের মাধ্যমে কর্মজীবন শুরু করেন। তিনি বাংলাদেশের একাধিক জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। এরমধ্যে রয়েছে বগুড়া, সিরাজগঞ্জ, রাজশাহী, জামালপুর, ময়মনসিংহ, রংপুর, মাগুরা ও খুলনা জেলা।

মালেক কুমিল্লার জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয়, দুর্নীতি দমন ব্যুরো, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।

এছাড়া স্থানীয় সরকার বিভাগের যুগ্ম-সচিব এবং অতিরিক্ত সচিব হিসাবে দায়িত্ব পালন প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ পদে দায়িত্ব পালন করেছেন। তথ্য মন্ত্রণালয়ে যোগদানের পূর্বে তিনি স্থানীয় সরকার বিভাগের সচিব পদে কর্মরত ছিলেন।[2]

সংগঠন-সংস্থা

আবদুল মালেক বাংলাদেশ এ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশনের সভাপতি, বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের বর্তমান সভাপতি, বরিশাল বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। [3]

জন্ম ও শিক্ষাজীবন

আবদুল মালেক বাংলাদেশের পটুয়াখালী জেলার বাউফল উপজেলার সাবুপুরা গ্রামে জন্মগ্রহণ করেন। শিক্ষা জীবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগ হতে বিএসএস (অনার্স) ও স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। পরবর্তীতে তিনি এল এল বি ডিগ্রী অর্জন করেন।

তথ্যসূত্র

  1. "সচিব"তথ্য মন্ত্রণালয় ওয়েবসাইট
  2. "স্থানীয় সরকার সচিব হলেন আব্দুল মালেক"প্রথম আলো। ২০১৯-১২-০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১২-০৯
  3. "ব্যাডমিন্টন প্রশিক্ষণের সনদ বিতরণ করলেন তথ্য সচিব | রাজধানী"ittefaq। সংগ্রহের তারিখ ২০১৯-১২-০৯
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.