২০১৬ দক্ষিণ এশীয় গেমসে ফিল্ড হকি

২০১৬ দক্ষিণ এশীয় গেমসে ফিল্ড হকি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে পুরুষ ও মহিলা উভয়ের জন্য একই ইভেন্টে ১০ ফেব্রুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ার পর্যন্ত গুয়াহাটিতে অনুষ্ঠিত হয়।[1]

২০১৬ দক্ষিণ এশীয় গেম্‌সে
ফিল্ড হকি

পদক অর্জনকারী

ঘটনা/ইভেন্ট স্বর্ণ রৌপ্য ব্রোঞ্জ
পুরুষ
বিশদ
 পাকিস্তান (PAK)  ভারত (IND)  বাংলাদেশ (BAN)
মহিলা
বিশদ
 ভারত (IND)  শ্রীলঙ্কা (SRI)  নেপাল (NEP)

পদক তালিকা

 ভারত (IND)1102
 পাকিস্তান (PAK)1001
 শ্রীলঙ্কা (SRI)0101
 নেপাল (NEP)0011
 বাংলাদেশ (BAN)0011
সর্বমোট

ধরন

অংশগ্রহণকারী দেশ খুব কম সংখ্যায় হওয়ার কারণে পুরুষ এবং মহিলা উভয় ইভেন্টে রাউন্ড রবিন পদ্ধতিতে ফাইনাল অনুষ্ঠিত হয়।

তথ্যসূত্র

  1. "Competition Schedule - 12th South Asian Games, Guwahati & Shillong"www.southasiangames2016.com। ২০১৬-০১-২৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৬-০১-১৭

বহিঃসংযোগ

টেমপ্লেট:দক্ষিণ এশীয় গেমসে ফিল্ড হকি

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.