হ্রাচিক জাভাখিয়ান

হ্রাচিক জাভাখিয়ান (আর্মেনীয়: Հրաչիկ Ջավախյան, জন্ম ৬ই জুলাই, ১৯৮৪) একজন আর্মেনীয় লাইটওয়েট মুষ্টিযোদ্ধা। তার উল্লেখযোগ্য কৃতিত্বগুলি হল, প্লোভদিভে অনুষ্ঠিত ২০০৬ ইউরোপীয় অপেশাদার মুষ্টিযুদ্ধ চ্যাম্পিয়নশিপে রুপো জয় ও ২০০৮ অলিম্পিকে ব্রোঞ্জ পদক অর্জন।

হ্রাচিক জাভাখিয়ান
পদক রেকর্ড
পুরুষদের মুষ্টিযুদ্ধ
 আর্মেনিয়া -এর প্রতিনিধিত্বকারী
২০০৮ গ্রীষ্মকালীন অলিম্পিকস
২০০৮ বেইজিং লাইটওয়েট
ইউরোপীয় অপেশাদার চ্যাম্পিয়নশিপ
২০০৬ প্লোভদিভ লাইটওয়েট
২০১০ মস্কো লাইট ওয়েল্টারওয়েট

কর্মজীবন

২০০৬-এর ইউরোতে সেমিফাইনালে তিনি বেলারুশের ভাজেন সাফারিয়ান্টসকে পরাস্ত করেন।

২০০৭ বিশ্ব অপেশাদার মুষ্টিযুদ্ধ চ্যাম্পিয়নশিপে সাদাম আলির মত প্রতিদ্বন্দ্বীকে পরাস্ত করে তিনি কোয়ার্টার ফাইনালে পৌঁছান। শেষ পর্যন্ত, ডমেনিকো ভ্যালেন্টিনোর কাছে তিনি পরাজিত হন। তার এই সাফল্যের জন্য তিনি অলিম্পিকের যোগ্যতা অর্জন করেন।

অলিম্পিকের সেমিফাইনালে ৫:১০ ফলে তিনি আলেক্সেই টিশচেঙ্কোর কাছে পরাজিত হয়ে ব্রোঞ্জ পদক লাভ করেন।

অলিম্পিক গেমসের ফলাফল

২০০৮ (লাইটওয়েট প্রতিযোগী হিসাবে)

বিশ্ব অপেশাদার চ্যাম্পিয়নশিপের ফলাফল

২০০৫ (লাইটওয়েট প্রতিযোগী হিসাবে)

  • পরাজিত হন ইব্রাহিম কামাল (কানাডা) ১৮-২৯

২০০৭ (লাইটওয়েট প্রতিযোগী হিসাবে)

  • পরাজিত করেন আইভারস রোমানোভস্কিস (লাটভিয়া) ১৭-১৪
  • পরাজিত করেন সাদাম আলি (যুক্তরাষ্ট্র) ২০-১৬
  • পরাজিত করেন জেনিবার্ট বাসাড্রে (ফিলিপাইন্স) ১৭-৬
  • পরাজিত হন ডমেনিকো ভ্যালেন্টিনো (ইটালি) ১২-২৭

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.