হেডিস
হাদেস বা হেডিস (প্রাচীন গ্রিক ভাষায়: ᾍδης হাদ্যাস্, ইংরেজি রূপ: Hades হেইডীজ়্) গ্রিক পুরান অনুযায়ী পাতালপুরীর দেবতা এবং পাতালপুরীর নাম। হাদেস ক্রোনোস ও রিয়ার পুত্র এবং গ্রিক পুরাণের বারো অলিম্পিয়ানদের মধ্যে অন্যতম। পিতা ক্রনাসকে বিতাড়িত করে জেউস, পোসেইদন এবং হাদেস তিন ভাই যথাক্রমে স্বর্গমর্ত্য, সমুদ্র ও পাতালপুরী ভাগ করে নেন। হাদেস দিমিতিরের কন্যা পার্সিফোনকে অপহরণ করে বিয়ে করে।
হেডিস | |
---|---|
পাতালের দেবতা ধনসম্পদের দেবতা | |
![]() সারবেরাসের সঙ্গে হেডিস (হেরাক্লিয়ান পুরাতাত্ত্বিক সংগ্রহালয়) | |
আবাস | পাতাল |
প্রতীক | সারবেরাস, অন্ধকারের চাকা, অদৃশ্য মুকুট, সাইপ্রেস, নার্সিসাস ও হেডিসের চাবি |
সহোদর | পসেইডন, ডিমিটার, হেস্টিয়া, হেরা, জিউস |
রোমান সমমান | প্লুটো, ডিস প্যাটার, অরকাস |
রোমক পুরাণে হেডিসের প্রতিষঙ্গী চরিত্র প্লুটো।
বারো অলিম্পিয়ান |
জিউস | হেরা | পসেইডন | হেডিস | হেস্তিয়া | দিমিতির | আফ্রোদিতি | আথেনা | অ্যাপোলো | আর্তেমিস | আরেস | হেফাইস্তোস | হার্মিস | দিয়োনুসোস |
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.