হেকাটিয়াস

হেকাটিয়াস অব মিলেটাস (গ্রিক: Ἑκαταῖος;[1] আনু. খ্রিষ্টপূর্ব ৫৫০ - আনু. খ্রিষ্টপূর্ব ৪৭৬[2]), ছিলেন প্রাচীন গ্রিসের একজন ইতিহাসবেত্তা। তিনি হলেন গ্রিসের প্রথম পরিচিত ইতিহাসবিদ সে সময় তিনি অনেক তথ্য প্রদান করেন।তার লেখা গ্রন্ত্যটির নাম গেস্পেরিওডস। বিপুল রচনা কর্মের জন্য তাকে ভুগোল জনক বলা হয়।তিনি বিভিন্ন অঞ্চলেরতথ্য প্রদান করেন। ,[3] এবং প্রথমদিকের ধ্রুপদী লেখকদের মধ্যে সেলটিক জনগোষ্ঠীর অন্যতম উল্লেখযোগ্য ব্যক্তি।

কাজ

হেকাটিয়াস অঙ্কিত মানচিত্র (পুন:অঙ্কিত)।

Περίοδος γῆς (পৃথিবীকে বৃত্তাকারে ভ্রমন - "Travels round the Earth" বা, "বিশ্ব জরিপ - "World Survey) শিরোনামে দুটি বই লিখেছেন তিনি।

সংশয়তা

তথ্যসূত্র

  1. Named after the Greek goddess Hecate
  2. Livius: Hecataeus of Miletus, Jona Lendering
  3. Lamberg-Karlovsky, C. C. and Jeremy A. Sabloff (১৯৭৯)। Ancient Civilizations: The Near East and Mesoamerica। Benjamin/Cummings Publishing। পৃষ্ঠা 5।

উত্স

  • এই নিবন্ধটি একটি প্রকাশন থেকে অন্তর্ভুক্ত পাঠ্য যা বর্তমানে পাবলিক ডোমেইনে: চিসাম, হিউ, সম্পাদক (১৯১১)। ব্রিটিশ বিশ্বকোষ (১১তম সংস্করণ)। কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস।

বহি:সংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.