হিরাম কক্স

হিরাম কক্স (১৭৬০-১৭৯৯) একজন ব্রিটিশ কূটনীতিক, যিনি ১৮ শতকে বঙ্গ ও বার্মায় কর্মরত ছিলেন। বাংলাদেশের কক্সবাজার শহরটির নাম তার নামে নামকরণ করা হয়।[1][2]

ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি অধ্যাদেশ, ১৭৭৩ জারি হওয়ার পর ওয়ারেন্ট হোস্টিং বাঙলার গভর্নর হিসেবে নিয়োগ প্রাপ্ত হন। তখন হিরাম কক্স পালংকির মহাপরিচালক নিযুক্ত হন। ক্যাপ্টেন কক্স আরাকান শরণার্থী এবং স্থানীয় রাখাইনদের মধ্যে বিদ্যমান হাজার বছরেরও পুরানো সংঘাত নিরসনের চেষ্টা করেন। এবং শরণার্থীদের পুণর্বাসনে গুরুত্বপূর্ণ অগ্রগতি সাধন করেন কিন্তু কাজ পুরোপুরি শেষ করার আগেই মারা (১৭৯৯) যান। তার পূর্নবাসন অবদানকে স্মরণীয় করে রাখতে একটি বাজার প্রতিষ্ঠা করা হয় এবং এর নাম দেয়া হয় কক্স সাহেবের বাজার। যা পরে কক্সবাজার হিসেবে পরিচিতি লাভ করে।[3]

হিরাম কক্স এশিয়াটিক সোসাইটির সদস্য ছিলেন, তিনি এর সাময়িকী এশিয়াটিক রিসার্চে এশিয়ার সংস্কৃতির উপর পাণ্ডিত্যপূর্ণ নিবন্ধ লিখেছেন। তিনি দাবার চারজন খেলোয়াড়ের খেলার উৎপত্তি সম্পর্কিত তার তত্ত্বের জন্য সর্বাধিক পরিচিত, যা কক্স-ফোর্বস তত্ত্ব হিসাবে পরিচিত।[4]

তথ্যসূত্র

  1. জি. পি. রামচন্দ্র (সেপ্টেম্বর ১৯৮১)। "Captain Hiram Cox's Mission to Burma, 1796-1798: A Case of Irrational Behaviour in Diplomacy" (ইংরেজি ভাষায়)। ক্যামব্রিজ ইউনিভার্সিটি প্রেস। সংগ্রহের তারিখ ২০১২-১২-২৭
  2. Literary Gazette and Journal of Belles Lettres, Arts, Sciences, Volume 8 (ইংরেজি ভাষায়)। ১৮৪২-০৮-০৭। সংগ্রহের তারিখ ২০১২-১২-২৭
  3. "কক্সবাজার ভ্রমণের যত কথা"বাংলানিউজটোয়েন্টিফোর.কম। ২০১৪-০২-০৮। সংগ্রহের তারিখ ২৪ ডিসেম্বর ২০১৭
  4. ডানকান ফোর্বস (ভাষাবিদ) (১৮৬০)। The History of Chess [দাবার ইতিহাস] (ইংরেজি ভাষায়)। Wm H Allen & Co। সংগ্রহের তারিখ ২০১২-১২-২৭
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.