হিরণ পয়েন্ট

হিরণ পয়েন্ট, বাংলাদেশের দক্ষিণাঞ্চলে অবস্থিত পৃথিবীর সর্ববৃহৎ লোনাবন (mangrove forest) সুন্দরবনের দক্ষিণাংশের একটি সংরক্ষিত অভয়ারণ্য। এর আরেক নাম নীলকমল। প্রমত্তা কুঙ্গা নদীর পশ্চিম তীরে, খুলনা রেঞ্জে এর অবস্থান।[1] হিরণ পয়েন্ট, ইউনেস্কো ঘোষিত অন্যতম একটি বিশ্ব ঐতিহ্য (World Heritage)।[2]

নামকরণ

নীলকমল নদীর আশপাশের জঙ্গলে এখনো হরিণের আধিক্য চোখে পড়ে। এদত অঞ্চলে হরিণের অবাধ বিচরণের জন্যই এ স্থানকে হিরণ পয়েন্ট নামে অভিহিত করা হয়।[এসএম শাহনূর]

জীববৈচিত্র্য

হিরণ পয়েন্ট একটি অভয়ারণ্য হওয়ায় এই স্থান অনেক বাঘ, হরিণ, বানর, পাখি এবং সরিসৃপের নিরাপদ আবসস্থল।[1] সুন্দরবন এলাকায় রয়েল বেঙ্গল টাইগার দেখার অন্যতম একটি স্থান হলো এই হিরণ পয়েন্ট। এখানে দেখা পাওয়া যায় চিত্রা হরিণ, বন্য শুকরের; পাখিদের মধ্যে আছে সাদা বুক মাছরাঙা, হলুদ বুক মাছরাঙা, কালোমাথা মাছরাঙা, লার্জ এগ্রেট, কাঁদা খোঁচা, ধ্যানী বক প্রভৃতি। এছাড়া আছে প্রচুর কাঁকড়ার আবাস। আর আছে রঙ-বেরঙের প্রজাপতি[2]

অন্যান্য

হিরণ পয়েন্ট থেকে কিলোমিটার দূরে কেওড়াসুঠিতে রয়েছে একটি পর্যবেক্ষণ টাওয়ার (ওয়াচ টাওয়ার), যা থেকে আশপাশের প্রকৃতি দেখার ব্যবস্থা রয়েছে।[1] সেখানে মংলা বন্দর কর্তৃপক্ষ পরিচালিত তিনটি ভালো রেস্টহাউজ আছে। বন্দর কর্তৃপক্ষের অনুমতিসাপেক্ষে তাতে থাকা যায়।[3]

উল্লেখযোগ্য ঘটনাবলী

পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, ১৯৯৫

সূর্যগ্রহণের গতিপথ

১৯৯৫ খ্রিষ্টাব্দের ২৪ অক্টোর তারিখে বাংলাদেশের হিরণ পয়েন্ট থেকে ১৯শ শতাব্দের সর্বশেষ পুর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা গিয়েছিলো।[4] সূর্যগ্রহণটি ২মিনিট ১০সেকেন্ড স্থায়ী হয়েছিলো।

তথ্যসূত্র

  1. শতদল সেন যিশু (২৭ সেপ্টেম্বর ২০১০)। "দারুণ ১০ সুন্দর: হিরণ পয়েন্ট"। A টু Z, দৈনিক কালের কণ্ঠ (প্রিন্ট)। ঢাকা। পৃষ্ঠা ৯।
  2. মুস্তাফিজ মামুন (২৬ জানুয়ারি ২০০৮)। "সুন্দরবনে, সিডরের পরে" (ওয়েব)বিডিনিউজ24.কম। ঢাকা। সংগ্রহের তারিখ অক্টোবর ৯, ২০১০
  3. "সুন্দরবন:হিরণ পয়েন্ট, কচিখালী ও মান্দারবাড়ীয়া", Ruralinfobd.com; অক্টোবর ৯, ২০১০ তারিখে পরিদৃষ্ট।
  4. [অজানা] (২১ জুলাই ২০০৯)। "শতাব্দির শেষ পুর্ণগ্রাস সূর্যগ্রহণ কাল" (ওয়েব)দৈনিক মাথাভাঙ্গা। চুয়াডাঙ্গা। সংগ্রহের তারিখ অক্টোবর ৯, ২০১০
  • সুন্দরবনে সুন্দরী নেই,এস এম শাহনূর
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.