হিমানশী খুরানা

হিমানশী খুরানা (পাঞ্জাবি: ਹਿਮਾਨਸ਼ੀ ਖੁਰਾਨਾ; জন্ম: ২৭ নভেম্বর ১৯৯১) হলেন ভারতীয় মডেল এবং পাঞ্জাবের কিরতপুর সাহিবের অভিনেত্রী।[1] তিনি ২০১৩ সালে পাঞ্জাবি চলচ্চিত্র সাড্ডা হকে অভিনয়ের মাধ্যমে খ্যাতি অর্জন করেছেন। ২০১৯ সালে, তিনি কালারসে প্রচারিত জনপ্রিয় রিয়্যালিটি অনুষ্ঠান বিগ বসের ১৩তম আসরে প্রতিযোগিতা করেছেন।[2]

হিমানশী খুরানা
ਹਿਮਾਨਸ਼ੀ ਖੁਰਾਨਾ
জন্ম
হিমানশী খুরানা

(1991-11-27) ২৭ নভেম্বর ১৯৯১
কিরতপুর সাহিব, পাঞ্জাব, ভারত
জাতীয়তাভারতীয়
যেখানের শিক্ষার্থীবিসিএম সিনিয়র সেকেন্ডারি স্কুল
পেশাঅভিনেত্রী, মডেল, গায়িকা
কার্যকাল২০১০–বর্তমান
আদি নিবাসলুধিয়ানা, পাঞ্জাব
উচ্চতা১.৬৫ মিটার (৫ ফুট ৫ ইঞ্চি)
পিতা-মাতা
  • কুলদীপ খুরানা (পিতা)
  • সুমীত খুরানা (মাতা)
পরিবারহিতেশ খুরানা (ভাই)
অপ্রম দীপ (ভাই)
পুরস্কারনিচে দেখুন
ওয়েবসাইটthehimanshikhurana.com

প্রারম্ভিক জীবন

হিমানশী পাঞ্জাবের কিরতপুর সাহিবে তার বাল্যকাল অতিবাহিত করেছেন।[1] তিনি তার মা, সুমীত খুরানাকে তার জীবনের সবচেয়ে বড় প্রেরণা বলে মনে করেন।[3]

পেশা

হিমানশী মাত্র ১৬ বছর বয়সে মিস লুধিয়ানা জয়লাভের মাধ্যমে তার মডেলিং জীবন শুরু করেছিলেন। তিনি ২০১০ সালে, মিস পিটিসি পাঞ্জাবির চূড়ান্ত প্রতিযোগীদের মধ্যে অন্যতম ছিলেন। একই বছরে, তিনি চণ্ডীগড়ে আয়োজিত "মিস নর্থ জোন" প্রতিযোগিতা জয়লাভ করেছেন।[3]

২০১০ সালে, তিনি পাঞ্জাবী এমসি ও কুলদীপ মানকের গান "জড়ি- বিগ ডে পার্টি"র মধ্য দিয়ে পাঞ্জাবী সঙ্গীত শিল্পে আত্মপ্রকাশ করেছিলেন। পরবর্তীতে, ২০১২ সালে তিনি ফিরোজ খান এবং হরজতের "ফাসলি বাতেরে"-এর সঙ্গীত ভিডিওতে অভিনয় করেছিলেন। ২০১৩ সালে হিমানশী হার্ডি সাধুঁর "সোচ" এবং জনপ্রিয় চলচ্চিত্র সাড্ডা হকে অভিনয়ের মাধ্যমে খ্যাতি অর্জন করেছেন। এছাড়াও তিনি জেসি গিল, বাদশাহ, জে স্টার, নিনজা, মঙ্কির্ত আওলাখের মতো গায়কদের সাথে কাজ করার ফলে ২০১৫ সালটি হিমানশীর জন্য একটি সফল বছর হিসেবে বিবেচিত হয়। ২০১৬ সালের মার্চ মাসে, তিনি মিউজিকাল ডক্টরজের "সুখ-ই" গানে উপস্থিত হয়েছিলেন। ২০১৮ সালে, হিমানশী "হাই স্ট্যান্ডার্ড" গানের মাধ্যমে গায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন।

হিমানশী পাঞ্জাবি চলচ্চিত্রে অভিনেত্রী হিসেবে পাঞ্জাবি চলচ্চিত্র সাড্ডা হকে সর্বপ্রথম অভিনয় করেন; যা তাকে খ্যাতি অর্জনে সহায়তা করেছিল।[1] পরবর্তীতে, ২০১২ সালে "জীত লেঙ্গে জাহান" চলচ্চিত্রের মাধ্যমে বলিউডে অভিষেক করেন। অতঃপর তিনি পাঞ্জাবি চলচ্চিত্র "লেদার লাইফ"-এ মুখ্য ভূমিকায় অভিনয় করেন; উক্ত চলচ্চিত্রে আমান ধালিওয়াল প্রধান পুরুষ চরিত্রে অভিনয় করেছেন।[4] ২০১৫ সালে, পাঞ্জাবি ভাষার চলচ্চিত্র ২ বল-এ হিমানশী প্রধান নারী চরিত্রে অভিনয় করেছেন।[1] তিনি দক্ষিণ ভারতের ৬টি চলচ্চিত্রে অভিনয় করেছেন; যার মধ্যে ২টি কন্নড়, ২টি তামিল, ১টি তেলুগু এবং ১টি মালায়ালম।[3]

২০১৯ সালের নভেম্বর মাসে, হিমানশী কালারসে সম্প্রচারিত জনপ্রিয় রিয়্যালিটি অনুষ্ঠান বিস বসের ১৩তম আসরে একজন প্রতিযোগী হিসেবে অংশগ্রহণ করেন।[5]

অভিনয়ের তালিকা

চলচ্চিত্র

সাল চলচ্চিত্র চরিত্র উল্লেখ
২০১২জীত জাগেঙ্গে জাহান[6]
২০১৩সাড্ডা হকসুখপ্রীত
২০১৫লেদার লাইফসিফফাত
২ বল[7]
২০১৮আফসার"উধার চালদা" গানে বিশেষ উপস্থিতি

টেলিভিশন

সাল অনুষ্ঠান চরিত্র চ্যানেল নোট
২০১৯বিগ বস ১৩স্বভূমিকাকালারসপ্রতিযোগী, ৩৫ দিনে প্রবেশ

সঙ্গীত ভিডিও

সাল গান গায়ক(গণ) উল্লেখ
২০১০জড়ি - বিগ ডে পার্টিকুলদীপ মনক, পাঞ্জাবি এমসি
২০১২সুপ্নামান্না ধিলো
ফাসলি বাতেরেফিরোজ খান
ইজহারহরজত
নায়না দে বুহেলখবিন্দর ওয়াদালি
২০১৩সোচহার্ডি সাধুঁ
২০১৪ব্যাক টু ভাংরারোশন প্রিন্স, শচীন আহুজা[8]
ইনসোমনিয়াসিপি গিল
২০১৫লাদেনজাসি গিল
না না নাজে-স্টার
থকড়া রেহানিনজা
বিঙ্গো ম্যাড এঙ্গেলস সংবাদশাহ, এ-কে, মনিন্দর বুত্তার
গো বেবি গোরনি
গাল জাট্টাঁ ওয়ালিনিনজা
গাবরু ২জে-স্টার
চারদা সিয়ালমনকৃত অলাখ
সুরমাহরজত
২০১৬গাল্লা মিঠিয়াঁমনকৃত অলাখ
সেড সংসুখে
বি মাইনঅমর সজলপুরিয়া
জেঠা পুতগোল্ডি দেশি ক্রু
তেরি কলহরসিমরন
ব্রেক ফেইলহরনব ব্রার, সুখ-ই
ভাবীমেজর
২০১৭আথরা শুভনিনজা
মন ভর‍্যাবি প্রাক
সাডে মুন্ডে দা ভিয়াহদিলপ্রীত ধিলোঁ, গোল্ডি
পালাজোকুলবিন্দর বিল্লা, শিবজোত
দূরকানওয়ার চাহাল
ব্ল্যাক এন ওয়াইটগুরনজর
পেদ দি ওয়াশনাঅমৃত মান
২০১৮আজ ভি চাউনি আনিনজা
হাই স্ট্যান্ডার্ডহিমানশী খুরানা
হ্যান্ডসাম জাট্টাজর্ডান সাধুঁ
দিগড়ে আথরুজসকরণ রিয়ার
কলার বোনঅমৃত মান
উধার চালদাগুরনাম ভুল্লার, নিমরত খায়রা
২০১৯আই লাইক ইটহিমানশী খুরানা[9]
গাব্রু নু তারসেঙ্গীজর্ডান সাধুঁ
ব্লাডলাইনসিপি গিল

পুরস্কার ও সম্মাননা

সাল পুরস্কার সংগঠক উল্লেখ
২০০৯মিস লুধিয়ানানৃত্য একাডেমী[3]
২০১০মিস নর্থ জোনচণ্ডীগড়[3]

তথ্যসূত্র

  1. TNN (১২ জানুয়ারি ২০১৭)। ""2 BOL" to feature Himanshi Khurana as the female lead"The Times of India। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৯
  2. "Bigg Boss 13 wild card entrant Himanshi Khurana's THESE facts will surprise you"
  3. Majeed, Shariq (২৯ জানুয়ারি ২০১২)। "Bollywood dream keeps Himanshi busy"The Times of India। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৯
  4. "Leather Life"British Board of Film Classification। সংগ্রহের তারিখ ৩ অক্টোবর ২০১৫
  5. "Himanshi Khurana: Shehnaz has body shamed me and abused my family, but I will not bring that up in the house"
  6. "Jeet Lengey Jahaan 2012 Movie News, Wallpapers, Songs & Videos"Bollywood Hungama। সংগ্রহের তারিখ ৩ অক্টোবর ২০১৫
  7. "2 Bol Movie"Sikh Siyasat। ৩ সেপ্টেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ৩ অক্টোবর ২০১৫
  8. "Sachin Ahuja: Indian Punjabi singers promoting brands in their songs is so funny"Times of India। সংগ্রহের তারিখ ৩ অক্টোবর ২০১৫
  9. "Himanshi Khurana Coming With New Single I Like it with Brand B"Lyricston। সংগ্রহের তারিখ ৩ জানুয়ারি ২০১৯

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.