হিন্দি চলচ্চিত্রের পরিবারের তালিকা

হিন্দি চলচ্চিত্র শিল্পে, সাধারণভাবে বলিউড নামে পরিচিত যেখানে বিভিন্ন প্রজন্মের পরিবারের সকল সদস্যের চলচ্চিত্র শিল্পে অংশগ্রহণের ইতিহাস রয়েছে।

এখানে উল্লেখযোগ্য গোত্র এবং তাদের উল্লেখযোগ্য সদস্যদের তালিকা প্রদর্শন করা হয়েছে। দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র পরিবারের জন্য, দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র পরিবারের তালিকা দেখুন। ভারতীয় সঙ্গীত পরিবারের জন্য, দেখুন ভারতীয় সঙ্গীত গোত্রের তালিকা

খান পরিবার (শাহরুখ খানের)

ভাট পরিবার

  • নানাভাই ভাট (পরিচালক – মহেশ এবং মুকেশ ভাটের পিতা)[1]
  • হেমলতা ভাট (নানাভাই ভাটের স্ত্রী)
    • ধাওয়াল ভাট (নানাভাই ও হেমলতা ভাটের ছেলে); সম্পাদক
    • রবিন ভাট (নানাভাই ও হেমলতা ভাটের ছেলে); লেখক
  • শিরিন মোহাম্মদ আলী (নানাভাই ভাটের উপপত্নী)[2][3] Her sister Meherbano Mohammad Ali (screen name Purnima) was grandmother of Emraan Hashmi
    • মুকেশ ভাট (নানাভাই ও শিরিন ভাটের ছেলে); প্রযোজক
      • বিশেষ ভাট (মুকেশের ছেলে); পরিচালক, প্রযোজক
      • সাক্ষী ভাট (মুকেশের ছেলে); প্রযোজক
    • মহেশ ভাট (নানাভাই ও শিরিন ভাটের ছেলে); পরিচালক, প্রযোজক, লেখক
      • কিরণ ভাট (বিবাহপূর্বনাম: লোরেনি ব্রাইট) প্রথম স্ত্রী, বিচ্ছেদ কিন্তু তালাকপ্রাপ্ত নয়[4]
      • পূজা ভাট (মহেশ এবং কিরণের কন্যা); অভিনেতা, প্রযোজক
      • রাহুল ভাট (মহেশ এবং কিরণের পুত্র)
    • সোনি রাজদান (মহেশ ভাটের দ্বিতীয় স্ত্রী); অভিনেত্রী
      • আলিয়া ভাট (মহেশ এবং সোনি রাজদানের কন্যা); অভিনেত্রী, মডেল, গায়িকা
      • শাহীন ভাট (মহেশ এবং সোনি রাজদানের কন্যা); লেখক, পরিচালক
    • শীলা দর্শন (মহেশ, মুকেশ এবং রবিন ভাটের বোন)[5]
      • ধর্মেশ দর্শন (শীলা দর্শনের ছেলে, মহেশ ভাটের ভাগ্নে) পরিচালক
      • সুনীল দর্শন (শীলা দর্শনের ছেলে, মহেশ ভাটের ভাগ্নে); চলচ্চিত্রনির্মাতা
    • হীনা সুরি (মহেশ, মুকেশ এবং রবিন ভাটের বোন)
      • মোহিত সুরি (হীনার ছেলে, মহেশের ভাগ্নে); পরিচালক
      • উদিতা গোস্বামী (মোহিতের স্ত্রী); অভিনেত্রী
      • স্মাইলি সুরি (মোহিত সুরির বোন); অভিনেত্রী
      • ভিনিত বাঙ্গেরা (স্মাইলি সুরির স্বামী) নৃত্য প্রশিক্ষক
      • ইমরান হাশমী (আনোয়ার হাশমীর (who is the son of Purnima Mohammad Ali, sister of Shirin Mohammad Ali) পুত্র, এবং মহেশ ও মুকেশ ভাটের ভাগ্নে, second cousin of Pooja, Rahul, Alia Bhatt on their paternal grandmother's side)
      • অঞ্জলি নায়ার (মহেশ ভাটের ভাগ্নী); পরিচালক
      • মিলান লুথরিয়া (মহেশ ভাটের ভাগ্নে); পরিচালক

ভাট পরিবার (বিজয় ভাটের)

  • বিজয় ভাট; প্রযোজক, পরিচালক এবং চিত্রনাট্যকার
    • প্রভিন ভাট (বিজয় ভাটের পুত্র); চিত্রগ্রাহক এবং পরিচালক
    • Arun Bhatt (director, son of Vijay Bhatt)
      • Chirantan Bhatt (musician and singer, son of Arun Bhatt)
  • হারসুখ যোগেনেশ্বর ভাট (বিজয় ভাটের ভাই); প্রযোজক এবং পরিচালক

তথ্যসূত্র

  1. "Nanabhai"imdb.comআইএমডিবি। সংগ্রহের তারিখ মে ২২, ২০১৫
  2. https://www.youlinmagazine.com, Youlin Magazine। "The Enigma of Mahesh Bhatt - Dr Dushka H Saiyid - Youlin Magazine"www.youlinmagazine.com
  3. "The Saraansh of Mahesh Bhatt's life"The Times of India। ১৮ জানুয়ারি ২০০৩। সংগ্রহের তারিখ ২৭ অক্টোবর ২০১৮
  4. Women Behind The Controversial Love Life Of Mahesh Bhatt Unveiled, Sep 20, 2017
  5. Iyer, Sanyukta। "Dharmesh Darshan: I'm a complete misfit"। Mumbai Mirror। সংগ্রহের তারিখ ২ মে ২০১৯

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.