হিউমা

হিউমা (এস্তোনীয় ভাষায়: Hiiumaa; সুয়েডীয় ভাষায়: Dagö; ডেনীয় ভাষায়: Dagö) পশ্চিম এস্তোনিয়ার একটি দ্বীপ। দ্বীপটি বাল্টিক সাগরে, ফিনল্যান্ড উপসাগরের প্রবেশপথের দক্ষিণ-পশ্চিমে এবং সারেমা দ্বীপের উত্তরে অবস্থিত। দ্বীপটি পশ্চিম এস্তোনীয় দ্বীপপুঞ্জ মোনসুন দ্বীপপুঞ্জের একটি অংশ এবং হিউ কাউন্টির অন্তর্গত। দ্বীপটির আয়তন ৯৮৯ বর্গকিলোমিটার। এটি এস্তোনিয়ার দ্বিতীয় বৃহত্তম দ্বীপ। কার্দিয়া এখানকার বৃহত্তম শহর।

হিউমা
তাহকুনা লাইটহাউজ
ভূগোল
অবস্থানবাল্টিক সাগর
স্থানাঙ্ক
দ্বীপপুঞ্জমুনসান্ড দ্বীপপুঞ্জ
আয়তন
সর্বোচ্চ উচ্চতা৬৮ মিটার ( ফুট)
সর্বোচ্চ বিন্দুটর্নিম্যাজি
প্রশাসন
ইস্তোনিয়া
প্রশাসনিক বিভাগহিউ প্রশাসনিক বিভাগ
বৃহত্তর বসতিকার্ডলা (জনসংখ্যা ৩,৭৩৬)
জনপরিসংখ্যান
জনসংখ্যা১১,০৮৭

১৫৬১ সালে সুইডেন এবং ১৭১০ সালে রাশিয়া দ্বীপটি দখলে নিয়েছিল। ১৯১৯ সালে রাশিয়া দ্বীপটি এস্তোনিয়াকে দিয়ে দেয়। ১৯৪০ সালে এস্তোনিয়ার বাকী অংশের সাথে দ্বীপটিও সোভিয়েত ইউনিয়নের অংশে পরিণত হয়। ১৯৯১ সাল থেকে এটি স্বাধীন এস্তোনিয়ার একটি অংশ।

মৎস্য আহরণ এখানকার প্রধান উপজীবিকা। এখানকার বহু অধিবাসী সুয়েডীয় জাতির লোক।

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.