হাসনা জসিম উদ্দিন মওদুদ
হাসনা জসীমউদ্দীন মওদুদ একজন বাংলাদেশী লেখক, পরিবেশবাদী এবং একজন অবসরপ্রাপ্ত রাজনীতিবিদ যিনি ১৯৮০-১৯৯৯- এর সময়ে তৃতীয় ও চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী -৫ আসনে নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে জাতীয় সংসদ সদস্য হিসাবে দায়িত্ব পালন করেন। [1][2][3][4]
হাসনা জসিম উদ্দিন মওদুদ | |
---|---|
কাজের মেয়াদ ১০ জুলাই ১৯৮৬ – ৬ ডিসেম্বর ১৯৯০ | |
পূর্বসূরী | মওদুদ আহমেদ |
উত্তরসূরী | মওদুদ আহমেদ |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | নোয়াখালী, বেঙ্গল প্রেসিডেন্সি, ব্রিটিশ ভারত (বর্তমান বাংলাদেশ) |
নাগরিকত্ব | ![]() ![]() ![]() |
দাম্পত্য সঙ্গী | মওদুদ আহমেদ |
প্রাক্তন শিক্ষার্থী | ঢাকা বিশ্ববিদ্যালয় ডেটন বিশ্ববিদ্যারয় |
পেশা | লেখক ও পরিবেশবিদ |
পরিবার
হাসনা কবি জসিমউদ্দিন (১৯০৩-১৯৭৬)) এবং বেগম মমতাজ জসিমউদ্দিনের ঘরে (মৃত্যু ২০০৬) জন্মগ্রহণ করেন। [5] তার ভাইবোনের মধ্যে রয়েছে জামাল আনোয়ার, ফিরোজ আনোয়ার, খুরশিদ আনোয়ার এবং আসমা এলাহী। হাসনা বাংলাদেশের জাতীয়তাবাদী দলের রাজনীতিবিদ ও প্রাক্তন উপ-রাষ্ট্রপতি এবং বাংলাদেশের সাবেক উপ প্রধানমন্ত্রী মওদুদ আহমদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। হাসনার বড় ছেলে আসিফ মমতাজ মওদুদ ৩ বছর বয়সে মারা যান। [6] তার দ্বিতীয় ছেলে আমান মমতাজ মওদুদ ২০১৫ সালে ডেঙ্গু জ্বরে মারা গিয়েছিলেন। [7][8]
শিক্ষা
হাসনা মওদুদ ১৯৬৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং ১৯৬৯ সালে ডেটন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর শেষ করেন। [9]
পেশা
হাসনা মওদুদ প্রকৃতি সংরক্ষণের জন্য আন্তর্জাতিক ইউনিয়নের সদস্য হিসেবে বাংলাদেশ জাতীয় কমিটির ২০১৫-২০১৬ এর সভাপতির পদে নির্বাচিত হন। [10][11] তিনি বর্তমানে মিত্তাল ইনস্টিটিউট রিসার্চ এফিলিয়েট এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয় এশিয়া সেন্টারের প্রাক্তন সিনিয়র ফেলো।
লেখিকা
হাসনা মওদুদ ২০১৭ সালে বাংলাদেশের মাইস্টিক কবিতা নামে এবং মহিলা বিধি: দক্ষিণ এশিয়া নামে বই প্রকাশ করেছেন। [12]
পুরস্কার
- অনন্যা শীর্ষ দশ পুরস্কার (২০০৪) [1]
তথ্যসূত্র
- "Ten receive Anannya Award"। The Daily Star। ২০০৫-০৩-১৩। সংগ্রহের তারিখ ২০১৯-০৯-২৭।
- "List of 4th Parliament Members"। www.parliament.gov.bd। সংগ্রহের তারিখ ২০১৯-০৯-২৭।
- "৩য় জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (PDF)। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা।
- "৪র্থ জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা"। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ৯ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ অক্টোবর ২০১৯।
- "Palli Kabi Jasimuddin's wife passes away"। bdnews24.com। সংগ্রহের তারিখ ২০১৯-০৯-২৭।
- "Moudud's son dies"। The Daily Star (ইংরেজি ভাষায়)। ২০১৫-০৯-১৬। সংগ্রহের তারিখ ২০১৯-০৯-২৭।
- "Aman's Ordeal"। The Daily Star (ইংরেজি ভাষায়)। ২০১৫-১০-২৪। সংগ্রহের তারিখ ২০১৯-০৯-২৭।
- "BNP leader Moudud Ahmed's only son dies of dengue fever"। bdnews24.com। সংগ্রহের তারিখ ২০১৯-০৯-২৭।
- "Hasna-Jasimuddin-Moudud-CV-2014" (PDF)। mittalsouthasiainstitute.harvard.edu। সংগ্রহের তারিখ ২০১৯-০৯-২৭।
- "Hasna Moudud elected Chairperson of IUCN"। Daily Sun (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-০৯-২৭।
- "Q + A with Hasna Jasimuddin Moudud: The Secret History of the Silk Road" (ইংরেজি ভাষায়)। The Lakshmi Mittal and Family South Asia Institute। ২০১৮-০৩-২২। সংগ্রহের তারিখ ২০১৯-০৯-২৭।
- "English translation of Charyapada launched"। The Daily Star (ইংরেজি ভাষায়)। ২০১৭-০৪-০১। সংগ্রহের তারিখ ২০১৯-০৯-২৭।