হারুকি মুরাকামি

হারুকি মুরাকামি (村上春樹, মুরাকামি হারুকি, জন্মঃ১২ জানুয়ারি ১৯৪৯) একজন জনপ্রিয় জাপানী লেখক।[1]

হারুকি মুরাকামি
村上春樹
২০০৫ সালে হারুকি মুরাকামি এমআইটিতে বক্তৃতা দিচ্ছেন।
জন্ম (1949-01-12) জানুয়ারি ১২, ১৯৪৯
কিয়োটো, জাপান
পেশাসাহিত্যিক, ছোটগল্পকার, অনুবাদক
জাতীয়তাজাপান
সময়কালবিংশ শতাব্দীর শেষাংশ থেকে একুশ শতকের প্রথমার্ধ
ধরনকথাসাহিত্য
উল্লেখযোগ্য রচনাবলিএ ওয়াইল্ড শিপ চেজ (১৯৮২), নরওয়েজিয়ান উড (১৯৮৭), দি উইন্ড-আপ বার্ড ক্রনিকেল (১৯৯৪-১৯৯৫), কাফকা অন দি শোর (২০০২)

স্বাক্ষর

তার রচিত কথাসাহিত্য তাকে জাপান ও আন্তর্জাতিক পরিমণ্ডলে সমালোচকদের প্রশংসা ও অনেক পুরস্কার এনে দিয়েছে। এইসকল পুরষ্কারের মধ্যে রয়েছে ওয়ার্ল্ড ফ্যান্টাসি অ্যাওয়ার্ড (২০০৬), ফ্রাংক ও'কনার আন্তর্জাতিক ছোটগল্প পুরস্কার অপরদিকে তার সমস্ত শিল্পসম্ভারের জন্য ফ্রান্‌ৎস কাফকা পুরষ্কার(২০০৬) এবং জেরুজালেম পুরষ্কার (২০০৯) অন্যতম। তার মৌলিক রচনার মধ্যে এ ওয়াইল্ড শিপ চেজ (১৯৮২), নরওয়েজিয়ান উড (১৯৮৭), দি উইন্ড-আপ বার্ড ক্রনিকল (১৯৯৪-১৯৯৫), কাফকা অন্য দি শোর (২০০২) এবং ওয়ানকিউএইটফোর (২০০৯-২০১০) অন্যতম। এছাড়া তিনি অনুবাদক হিসেবে অনেক ইংরেজি সাহিত্য জাপানী ভাষায় অনুবাদ করেছেন।

সমালোচকেরা অনেকেই হারুকির কথাসাহিত্যগুলো ফ্রান্‌ৎস কাফকার একাকীত্বে ভরা উন্মাদনা, শূন্যতা ও অর্থহীনতায় ভরা কথাশিল্প হিসেবে উল্লেখ করেন।[2] হারুকি মুরাকামি উত্তর আধুনিক সাহিত্যের একজন অন্যতম প্রভাবশালী লেখক। দি গার্ডিয়েনের স্টিভেন পুল সাহিত্যকর্মের জন্য হারুকি মুরাকামিতা কে তার পৃথিবীর জীবিত সর্বশ্রেষ্ঠ সাহিত্যিকদের মধ্যে অন্যতম বলে অখ্যা দেন।[3]

তিনি গত এক দশকে কয়েকবার সাহিত্যে নোবেল পুরস্কারের জন্য শর্ট লিস্টেড হয়েছেন।[4]

তথ্যসূত্র

  1. Maiko, Hisada (নভেম্বর ১৯৯৫)। "Murakami Haruki"Kyoto Sangyo University। ২০০৮-০৫-২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৮-০৪-২৪
  2. Endelstein, Wendy, What Haruki Murakami talks about when he talks about writing, UC Berkeley News, Oct 15, 2008, Accessed Jan 28, 2009
  3. Poole, Steven (মে ২৭, ২০০০)। "Tunnel vision"The Guardian। London। সংগ্রহের তারিখ ২০০৯-০৪-২৪
  4. Haruki Murakami named 4/1 favourite to win 2016 Nobel prize in literature

বহিঃসংযোগ

ইন্টার্ভিউ
আর্টিকেল
ফ্যান'দের জন্য
মাল্টিমিডিয়া
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.