হারউইগ কোগেলনিক

হারউইগ কোগেলনিক (ইংরেজি Herwig Kogelnik) একজন মার্কিন তড়িত্‌ প্রকৌশলী।

হারউইগ কোগেলনিক
জন্ম (1932-06-02) ২ জুন ১৯৩২
গ্রাজ, অস্ট্রিয়া
বাসস্থানমার্কিন যুক্তরাষ্ট্র
জাতীয়তামার্কিন
কর্মক্ষেত্রতড়িৎ প্রকৌশল
প্রতিষ্ঠানবেল ল্যাবস, অ্যালকাটেল-লুসেন্ট
প্রাক্তন ছাত্রঅক্সফোর্ড বিশ্ববিদ্যালয়
উল্লেখযোগ্য
পুরস্কার
আইইইই মেডেল অব অনার
মার্কনি প্রাইজ
ন্যাশনাল মেডেল অব টেকনোলজি অ্যান্ড ইনোভেশন
Frederic Ives Medal
আইইইই ডেভিড সারনফ অ্যাওয়ার্ড
Joseph Johann Ritter von Prechtl Medal
আইইইই লেজারস অ্যান্ড ইলেক্ট্রো অপটিক্স সোসাইটি কোয়ান্টাম ইলেক্ট্রনিক্স অ্যাওয়ার্ড

জীবনী

কোগেলনিক ১৯৩২ সালের ২রা জুন অস্ট্রিয়ার গ্রাজে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৫৫ সালে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৫৮ সালে তড়িত প্রকৌশলে অর্জন করেন ডক্টর অব টেকনোলজি ডিগ্রি। তিনি ১৯৬০ সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি/ডিফিল ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৬১ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের বেল ল্যাবরেটরিজ গবেষণাগারে যোগদান করেন। তিনি ১৯৭১ সালে ডিস্ট্রিবিউটেড-ফীডব্যাক লেজার উদ্ভাবন করেন। তিনি ৩৪টি[1] / ৩৫টি[2] / ৪৭টি [3] প্যাটেন্টের অধিকারী। তার প্রকাশনায় রয়েছে ৮৫টি[2] / ১৩০টি [3] গবেষণাপত্র।

পুরস্কার ও সম্মাননা

তথ্যসূত্র

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.