হামিদুর রহমান আযাদ

হামিদুর রহমান আযাদ একজন বাংলাদেশি রাজনীতিবিদ, কক্সবাজার-২ আসনের সাবেক এমপি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর বর্তমান সহকারী সেক্রেটারি জেনারেল।[1][2]

হামিদুর রহমান আযাদ
সহকারী সেক্রেটারি জেনারেল, বাংলাদেশ জামায়াতে ইসলামী
কাজের মেয়াদ
অক্টোবর, ২০১৬  বর্তমান
কক্সবাজার-২ আসনের সাবেক সংসদ সদস্য
কাজের মেয়াদ
২০০৮  ২০১৪
ব্যক্তিগত বিবরণ
জন্মডিসেম্বর ১৯৬৫
কুতুবদিয়া, কক্সবাজার
জাতীয়তা বাংলাদেশী
রাজনৈতিক দলবাংলাদেশ জামায়াতে ইসলামী
দাম্পত্য সঙ্গী (বি. ১৯৮৫)
সন্তান৪ মেয়ে
জীবিকাব্যবসা
ধর্মইসলাম
ওয়েবসাইটhttp://hamidurrahmanazad.com/

প্রারম্ভিক জীবন

হামিদুর রহমান আযাদ ১৯৬৫ সালের ১ ডিসেম্বর কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলায় জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মাওলানা ক্বারী আবদুস সালাম ও মাতার নাম আদিমুন্নিছা।[3]

রাজনৈতিক জীবন

হামিদুর রহমান আযাদ ১৯৭৭ সাল থেকে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরে যোগদান করার মাধ্যমে ছাত্র রাজনীতিতে প্রবেশ করেন। তিনি পর্যায়ক্রমে শিবিরের চট্টগ্রাম দক্ষিণ জিলা সভাপতি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সভাপতি, ঢাকা মহানগরী সভাপতি, কেন্দ্রীয় সহ-সভাপতির দায়িত্ব পালন। ছাত্রজীবনে স্বৈরাচার বিরোধী আন্দোলনে এবং ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আন্দোলনে ভূমিকা পালন করেন। ১৯৯৫ সালে জামায়াতে ইসলামীতে যোগদান করেন। তিনি বর্তমানে জামায়াতের সহকারী সেক্রেটারী সেক্রেটারি জেনারেল, কেন্দ্রীয় কর্মপরিষদ ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য। রাজনৈতিক কারনে তিনি বহুবার গ্রেফতার ও নির্যাতনের শিকার হন। ২০০৮ সালের নবম জাতীয় সংসদে তিনি কক্সবাজার-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। [3]

ব্যক্তিগত জীবন

তিনি ১৯৯৬ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং বর্তমানে তিনি চার মেয়ের জনক।

প্রকাশিত গ্রন্থ

  • দুঃশাসনের ২৫ বছর
  • দাওয়াতের দ্বীন
  • গণভিত্তি রচনা
  • বাংলাদেশের উপকূলবাসীর বাঁচার অধিকার

আরও দেখুন

তথ্যসূত্র

  1. "JS passes consumer rights bill"The Daily Star (ইংরেজি ভাষায়)। ২ এপ্রিল ২০০৯। সংগ্রহের তারিখ ১৫ মার্চ ২০১৮
  2. "No secret deal with India"The Daily Star (ইংরেজি ভাষায়)। ৪ ফেব্রুয়ারি ২০১০। সংগ্রহের তারিখ ১৫ মার্চ ২০১৮
  3. "Hamidur Rahman Azad"। ২২ আগস্ট ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ নভেম্বর ২০১৮
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.