হাম হ্যায় রাহি পেয়ার কে

হাম হ্যায় রাহি পেয়ার কে হচ্ছে ১৯৯৩ সালের একটি হিন্দি চলচ্চিত্র। চলচ্চিত্রটির পরিচালক ছিলেন মহেশ ভাট এবং প্রযোজক ছিলেন তাহির হুসেইন, চিত্রনাট্য আমির খান এবং রবিন ভাট লিখেছিলেন, সঙ্গীত পরিচালক ছিলেন নাদিম-শ্রাবণ। আমির খান এবং জুহি চাওলা ছিলেন চলচ্চিত্রটির নায়ক-নায়িকা, শিশুশিল্পী হিসেবে কুনাল খেমু এবং বেবি আশরাফা ছিলেন।[2]

হাম হ্যায় রাহি পেয়ার কে
ডিভিডি প্রচ্ছদ
পরিচালকমহেশ ভাট
প্রযোজকতাহির হুসেইন
চিত্রনাট্যকাররবিন ভাট (সংলাপ সহ)
আমির খান
কাহিনীকাররবিন ভাট
শ্রেষ্ঠাংশেজুহি চাওলা
আমির খান
শারোখ ভারুচা
কুনাল খেমু
বেবি আশরাফা
সুরকারগান:
নাদিম-শ্রাবণ
আবহ সঙ্গীত:
শ্যাম সুরেন্দার
চিত্রগ্রাহকপ্রবীণ ভাট
সম্পাদকসঞ্জয় সংকলা
প্রযোজনা
কোম্পানি
তাহির হুসেইন এন্টারপ্রাইজেস
পরিবেশকটিভি ফিল্মস প্রাইভেট লিমিটেড
মুক্তি
  • ২৩ জুলাই ১৯৯৩ (1993-07-23)
দৈর্ঘ্য১৫০ মিনিট
দেশভারত
ভাষাহিন্দি
আয়₹৯৭[1]

অভিনয়ে

  • জুহি চাওলা - বৈজয়ন্তী আইয়ার
  • আমির খান - রাহুল মালহোত্রা
  • দালিপ তাহিল - বিজলানি
  • নবনীত নিশান - মায়া
  • কে ডি চন্দ্রন - মিসেস আইয়ার
  • বীরু কৃষ্ণ - নেতারাজ আইয়ার
  • টিকু তালসানিয়া - হোমি ওয়াদিয়া
  • মুশতাক খান - প্রসাদ মিশ্র
  • বেবী আশরাফা - মুন্নী
  • কুনাল খেমু - সানি

তথ্যসূত্র

  1. "Box Office 1993"Box Office India। ১০ এপ্রিল ২০০৮।
  2. "24 years of Hum Hain Rahi Pyar Ke: Kunal Kemmu recalls being bribed by Mahesh Bhatt"Hindustan Times (ইংরেজি ভাষায়)। ২০১৭-০৭-২৩। সংগ্রহের তারিখ ২০১৯-০৩-০২

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.