হাবিবা রহমান খান
হাবিবা রহমান খান শেফালী বাংলাদেশ আওয়ামী লীগের একজন রাজনীতিবিদ। যিনি একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন-১৭ থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য।[1][2][3][4]
হাবিবা রহমান খান | |
---|---|
একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন-১৭ | |
কাজের মেয়াদ ২০ ফেব্রুয়ারি ২০১৯ – বর্তমান | |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | নেত্রকোণা জেলা |
জাতীয়তা | বাংলাদেশি |
রাজনৈতিক দল | বাংলাদেশ আওয়ামী লীগ |
দাম্পত্য সঙ্গী | আলী আসগার খান সেন্টু |
পিতামাতা | ফজলুর রহমান খান (পিতা) |
পেশা | শিক্ষক ও রাজনীতিবিদ |
জন্ম ও প্রাথমিক জীবন
হাবিবা রহমান খান শেফালী নেত্রকোনা পৌরসভার নিখিলনাথ রোডের বাসায় জন্মগ্রহণ করেন। তার পিতা মৃত ফযলুর রহমান খান মুক্তিযুদ্ধের সংগঠক, আইনজীবী, নেত্রকোনা জেলা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি এবং নেত্রকোনা-২ আসনের ১৯৭৩ সালে, ১৯৮৬ সালে ও জুন ১৯৯৬ সালে মোট তিন বার নেত্রকোণা-২ (সদর-বারহাট্টা) আসনে সাংসদ ছিলেন। মাতা মৃত হালিমা খাতুন।
তার স্বামী আলী আসগার খান সেন্টু সাংস্কৃতিকর্মী। তিনি প্রগতিশীল সংগঠন শতদল সাংস্কৃতিক একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক।
রাজনৈতিক ও কর্মজীবন
হাবিবা রহমান খান শেফালী বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিবিদ। বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ নেত্রকোণা জেলা শাখার সাধারণ সম্পাদক তিনি। বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামে নেত্রকোনা জেলা শাখার সভাপতি এবং চন্দ্রনাথ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তিনি। তিনি একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন-১৭ থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন।[5] জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ২০ ফেব্রুয়ারি ২০১৯ সালে তাকে শপথবাক্য পাঠ করান।[6][7][8][9]
আরও দেখুন
তথ্যসূত্র
- "১১তম সংসদের সদস্যবৃন্দ"। জাতীয় সংসদ। ২১ ফেব্রুয়ারি ২০১৯। ২০১৯-১০-১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ অক্টোবর ২০১৯।
- "সংরক্ষিত নারী আসনে ৪৯ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত"। সমকাল। ১৬ ফেব্রুয়ারি ২০১৯। সংগ্রহের তারিখ ২৪ আগস্ট ২০১৯।
- "সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি ৪৯ জন"। কালের কণ্ঠ। ১৭ ফেব্রুয়ারি ২০১৯। সংগ্রহের তারিখ ২৪ আগস্ট ২০১৯।
- "শপথ নিলেন সংরক্ষিত নারী এমপিরা"। একুশে টেলিভিশন। ২০ ফেব্রুয়ারি ২০১৯। সংগ্রহের তারিখ ২৪ আগস্ট ২০১৯।
- "বিনা প্রতিদ্বন্দ্বিতায় নারী আসনের ৪৯ এমপি নির্বাচিত"। প্রিয়.কম (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-১০-১৪।
- "বাংলাদেশ গেজেট, অতিরিক্ত, জানুয়ারি ১, ২০১৯" (PDF)। ecs.gov.bd। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১ জানুয়ারি ২০১৯। ২ জানুয়ারি ২০১৯ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০১৯।
- "সংরক্ষিত নারী আসনে এমপি হলেন যারা"। Jugantor। সংগ্রহের তারিখ ২০১৯-১০-১৪।
- "শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি"। Dhaka Tribune Bangla। ২০১৯-০২-২০। সংগ্রহের তারিখ ২০১৯-১০-১৪।
- "সংরক্ষিত আসন থেকে যারা এমপি হলেন"। Daily Nayadiganta। সংগ্রহের তারিখ ২০১৯-১০-১৪।