হাটখালী ইউনিয়ন

অবস্থান ও সীমানা

ইতিহাস

প্রশাসনিক এলাকা

আয়তন ও জনসংখ্যা

আয়তনঃ ২৬.৮৫ কিলোমিটর। জনসংখ্যা নারী ৯১০০ জন। পুরুষ ১১০২৯ জন। মোট ২০১২৯ জন। (জন্মনিবন্ধন রেজিঃ অনুযায়ী)। ভোটার সংখ্যা-১০৮৯০জন।

শিক্ষার হার ও শিক্ষা প্রতিষ্ঠাণ

শিক্ষার হার : ৭৫%

শিক্ষা প্রতিষ্ঠাণ
  • সরকারী প্রাথমিক বিদ্যালয়ঃ ৫টি
  • বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ঃ ৪টি
  • কওমি মাদ্রাসাঃ ১টি
  • হাফিজিয়া মাদ্রামাঃ ৩টি
  • এতিম খানাঃ ৩টি

দর্শনীয় স্থান

  • গাজনার বিল

কৃতী ব্যক্তিত্ব

জনপ্রতিনিধি

বর্তমান চেয়ারম্যান- মো: হাবিবুর রহমান

চেয়ারম্যানগণের তালিকা
ক্রমিক নং চেয়ারম্যানগণের নাম মেয়াদকাল
০১ মৃত আতাউর রহমান ১৯৭৩ থেকে ১৯৮৪
০২ মোঃ আজাহার আলী শেখ ১৯৮৪ থেকে ১৯৮৮
০৩ মোঃ লিয়াকত হোসেন ১৯৮৮ থেকে ১৯৯৭
০৪ মোঃ আমজাদ হোসেন (পান্নু) ১৯৯৮ থেকে ২০০৩
০৫ মোঃ আজাহার আলী শেখ ২০০১ থেকে ২০১১
০৬ মো: হাবিবুর রহমান ২০১১ থেকে বর্তমান

আরও দেখুন

তথ্যসূত্র

  1. "সুজানগর উপজেলা - বাংলাপিডিয়া"bn.banglapedia.org। সংগ্রহের তারিখ ২০১৯-০৯-০৫
  2. "হাটখালী ইউনিয়ন"hatkhaliup.pabna.gov.bd। সংগ্রহের তারিখ ২০১৯-০৯-০৫

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.