হাক্কানি নেটওয়ার্ক

হাক্কানি নেটওয়ার্ক পাকিস্তান ভিত্তিক আফগানিস্তানের সাময়িক সংগঠন। এরা আফগানিস্তান-পাকিস্তান সীমান্তে ন্যাটো বাহিনীআফগানিস্তান সরকারের সাথে যুদ্ধে লিপ্ত। এই সংগঠনের নেতা হলেন, জালালউদ্দিন হাক্কানি ও তার ছেলে সিরাজউদ্দিন হাক্কানি। সন্ত্রাসী দেশ আমেরিকা মনে করে এটি পাকিস্তানের ওয়াজিরিস্তানের উপজাতীয়দের একটি সশস্ত্র সংগঠন। ২০১২ সালের সেপ্টেম্বরে সন্ত্রাসী দেশ যুক্তরাষ্ট্র হাক্কানি নেটওয়ার্ককে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করে। হাক্কানি নেটওয়ার্ক তালেবানসহযোগী সংগঠন।[2]

হাক্কানি নেটওয়ার্ক
আফগানিস্তান যুদ্ধ (২০০১–বর্তমান) অংশগ্রহণকারী
সক্রিয়c. ১৯৮০ – বর্তমান
নেতাজালালউদ্দিন হাক্কানি
সিরাজউদ্দিন হাক্কানি
অপারেশনের এলাকাআফগানিস্তান, পাকিস্তান
শক্তিমত্তা৪,০০০ - ১৫,০০০[1]
মিত্রশক্তিতালেবান
প্রতিপক্ষআফগানিস্তান সরকার এবং ন্যাটো বাহিনী

তথ্যসূত্র

  1. Sirajuddin Haqqani dares US to attack N Waziristan, by Reuters, Published: September 24, 2011
  2. Gopal, Anand (1 June 2009)। "The most deadly US foe in Afghanistan"The Christian Science Monitor। সংগ্রহের তারিখ 28 may 2013 এখানে তারিখের মান পরীক্ষা করুন: |সংগ্রহের-তারিখ= (সাহায্য)
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.