হাও আই মেট ইওর মাদার
হাও আই মেট ইওর মাদার (ইংরেজি: How I Met Your Mother) হচ্ছে একটি মার্কিন সিটকম। ২০০৫ সালের ১৯ সেপ্টেম্বর থেকে সিবিএস নেটওয়ার্কে শুরু হওয়া এই ধারাবাহিকটি তৈরি করেছেন ক্রেইগ থমাস ও কার্টার বেইস, এবং এটি পরিচলনা করেন প্যামেলা ফ্রাইম্যান।
হাও আই মেট ইওর মাদার | |
---|---|
ধরণ | সিটকম |
ফরম্যাট | অতীতের কাহিনী বর্ণনামূলক |
নির্মাতা | কার্টার বেইস ক্রেইগ থমাস |
অভিনয়ে | জশ র্যাড্নর জ্যাসন সেগেল [[কোবি স্মালডার্স]] নিল প্যাট্রিক হ্যারিস অ্যালিসন হ্যানিগান |
বর্ণনাকারী | বব স্যাগেট (স্বীকৃতিহীন) |
উদ্বোধনী সঙ্গীত | দ্যা সলিডস-এর ‘হেই বিউটিফুল’ |
প্রস্তুতকারক দেশ | মার্কিন যুক্তরাষ্ট্র |
মূল ভাষা | ইংরেজি |
মৌসুম সংখ্যা | ৯ |
পর্বসংখ্যা | ২০৮ (পর্বের সংখ্যা) |
নির্মাণ | |
নির্বাহী প্রযোজক | কার্টার বেইস পামেলা ফ্রাইম্যান রব গ্রিনবার্গ ক্রেইগ থমাস |
ক্যামেরা সেটআপ | মাল্টি-ক্যামেরা |
ব্যাপ্তিকাল | ২২ মিনিট |
প্রোডাকশন কোম্পানি | বেইস অ্যান্ড থমাস প্রোডাকশন্স টোয়েন্টিন্থ সেঞ্চুরি ফক্স টেলিভিশন |
সম্প্রচার | |
মূল চ্যানেল | সিবিএস |
ছবির ফরম্যাট | ৪৮০আই (৪:৩ এসডিটিভি) ১০৮০আই (১৬:৯ এইচডিটিভি) |
অডিও ফরম্যাট | ডলবি ডিজিটাল ৫.১ |
মূল প্রদর্শনী | ১৯ সেপ্টেম্বর ২০০৫ – মার্চ ৩১, ২০১৪ |
সিটকমটির কাহিনী গড়ে উঠেছে একটি অতীতস্মৃতি বিবরণকে কেন্দ্র করে, যেখানে টেড মোসবি (জশ র্যাড্নর)[1] ২০৩০ সালে তার পুত্র ও কন্যাকে তার অতীতের গল্প শোনাচ্ছে (বব স্যাগেট) হিসেবে) যে, সে কীভাবে তাদের মায়ের সাথে পরিচিত হয়েছিলো। উল্লেখ্য, ধারাবাহিকটির নামও সেটিই নির্দেশ করছে। এই গল্প বলার সাথে সাথে টেডের অতীত জীবনের কিছু বন্ধুর কথা বিস্তারিতভাবে আসে, যাদের মধ্যে আছে মার্শাল এরিকসেন (জ্যাসন সেগেল), রবিন শেরব্যাটস্কি (কোবি স্মালডার্স), লিলি অল্ড্রিন (অ্যালিসন হ্যানিগান) এবং বার্নি স্টিনসন (নিল প্যাট্রিক হ্যারিস)।[1]
হাও আই মেট ইওর মাদার ব্যাবসায়িক ও সমালোচক উভয় দৃষ্টিকোণ থেকেই একটি সফল ধারাবাহিক। এটি টানা পাঁচবার এমি পুরস্কার জয় করেছে। এছাড়াও ২০০৯ সালে এটি ‘অসাধারণ কমেডি ধারাবাহিক’-এর জন্য মনোনয়ন লাভ করে।
ধারাবাহিকটির সপ্তম মৌসুম ঘোষণা করা হয়েছিলো ২০১১-এর মার্চে, এবং ২০১১-এর ১৯ সেপ্টেম্বর মৌসুমটির পর্বগুলো প্রচার শুরুর সাথে সাথে এটির অষ্টম মৌসুম তৈরির ঘোষণা আসে। ২০১২ সালে হাও আই মেট ইওর মাদার সেরা টিভি নেটওয়ার্ক কমেডি বিভাগে পিপল’স চয়েজ পুরস্কার লাভ করে, এবং নিল প্যাট্রিক হ্যারিস সেটা পুরুষ কমেডি অভিনেতার পুরস্কার লাভ করেন। ২০১২ সালের ১২ জানুয়ারি এই পুরস্কার ঘোষণা করা হয়।[2]
তথ্যসূত্র
- "How I Met Your Mother cast"। CBS। সংগ্রহের তারিখ 2009-12-24 to 2014- 03-31। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|সংগ্রহের-তারিখ=
(সাহায্য) - "CBS announces 2011-2012 premiere dates"। CBS Express। ২০১১-০৬-২৯। সংগ্রহের তারিখ ২০১১-০৮-০৬।
বহিঃসংযোগ
![]() |
উইকিউক্তিতে নিচের বিষয় সম্পর্কে সংগৃহীত উক্তি আছে:: হাও আই মেট ইওর মাদার |
![]() |
উইকিমিডিয়া কমন্সে হাও আই মেট ইওর মাদার সংক্রান্ত মিডিয়া রয়েছে। |
- প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট
- ইন্টারনেট মুভি ডেটাবেজে হাও আই মেট ইওর মাদার
(ইংরেজি) - How I Met Your Mother — টিভি ডট কম
- Extensive Interview with Josh Radnor on Starpulse.com
- barney stinson's blog