হাও আই মেট ইওর মাদার

হাও আই মেট ইওর মাদার (ইংরেজি: How I Met Your Mother) হচ্ছে একটি মার্কিন সিটকম। ২০০৫ সালের ১৯ সেপ্টেম্বর থেকে সিবিএস নেটওয়ার্কে শুরু হওয়া এই ধারাবাহিকটি তৈরি করেছেন ক্রেইগ থমাসকার্টার বেইস, এবং এটি পরিচলনা করেন প্যামেলা ফ্রাইম্যান

হাও আই মেট ইওর মাদার
হাও আই মেট ইওর মাদার
ধরণসিটকম
ফরম্যাটঅতীতের কাহিনী বর্ণনামূলক
নির্মাতাকার্টার বেইস
ক্রেইগ থমাস
অভিনয়েজশ র‍্যাড্নর
জ্যাসন সেগেল
[[কোবি স্মালডার্স]]
নিল প্যাট্রিক হ্যারিস
অ্যালিসন হ্যানিগান
বর্ণনাকারীবব স্যাগেট (স্বীকৃতিহীন)
উদ্বোধনী সঙ্গীতদ্যা সলিডস-এর ‘হেই বিউটিফুল’
প্রস্তুতকারক দেশমার্কিন যুক্তরাষ্ট্র
মূল ভাষাইংরেজি
মৌসুম সংখ্যা
পর্বসংখ্যা২০৮ (পর্বের সংখ্যা)
নির্মাণ
নির্বাহী প্রযোজককার্টার বেইস
পামেলা ফ্রাইম্যান
রব গ্রিনবার্গ
ক্রেইগ থমাস
ক্যামেরা সেটআপমাল্টি-ক্যামেরা
ব্যাপ্তিকাল২২ মিনিট
প্রোডাকশন কোম্পানিবেইস অ্যান্ড থমাস প্রোডাকশন্স
টোয়েন্টিন্থ সেঞ্চুরি ফক্স টেলিভিশন
সম্প্রচার
মূল চ্যানেলসিবিএস
ছবির ফরম্যাট৪৮০আই (৪:৩ এসডিটিভি)
১০৮০আই (১৬:৯ এইচডিটিভি)
অডিও ফরম্যাটডলবি ডিজিটাল ৫.১
মূল প্রদর্শনী১৯ সেপ্টেম্বর ২০০৫ (2005-09-19) – মার্চ ৩১, ২০১৪

সিটকমটির কাহিনী গড়ে উঠেছে একটি অতীতস্মৃতি বিবরণকে কেন্দ্র করে, যেখানে টেড মোসবি (জশ র‍্যাড্নর)[1] ২০৩০ সালে তার পুত্র ও কন্যাকে তার অতীতের গল্প শোনাচ্ছে (বব স্যাগেট) হিসেবে) যে, সে কীভাবে তাদের মায়ের সাথে পরিচিত হয়েছিলো। উল্লেখ্য, ধারাবাহিকটির নামও সেটিই নির্দেশ করছে। এই গল্প বলার সাথে সাথে টেডের অতীত জীবনের কিছু বন্ধুর কথা বিস্তারিতভাবে আসে, যাদের মধ্যে আছে মার্শাল এরিকসেন (জ্যাসন সেগেল), রবিন শেরব্যাটস্কি (কোবি স্মালডার্স), লিলি অল্ড্রিন (অ্যালিসন হ্যানিগান) এবং বার্নি স্টিনসন (নিল প্যাট্রিক হ্যারিস)।[1]

হাও আই মেট ইওর মাদার ব্যাবসায়িক ও সমালোচক উভয় দৃষ্টিকোণ থেকেই একটি সফল ধারাবাহিক। এটি টানা পাঁচবার এমি পুরস্কার জয় করেছে। এছাড়াও ২০০৯ সালে এটি ‘অসাধারণ কমেডি ধারাবাহিক’-এর জন্য মনোনয়ন লাভ করে।

ধারাবাহিকটির সপ্তম মৌসুম ঘোষণা করা হয়েছিলো ২০১১-এর মার্চে, এবং ২০১১-এর ১৯ সেপ্টেম্বর মৌসুমটির পর্বগুলো প্রচার শুরুর সাথে সাথে এটির অষ্টম মৌসুম তৈরির ঘোষণা আসে। ২০১২ সালে হাও আই মেট ইওর মাদার সেরা টিভি নেটওয়ার্ক কমেডি বিভাগে পিপল’স চয়েজ পুরস্কার লাভ করে, এবং নিল প্যাট্রিক হ্যারিস সেটা পুরুষ কমেডি অভিনেতার পুরস্কার লাভ করেন। ২০১২ সালের ১২ জানুয়ারি এই পুরস্কার ঘোষণা করা হয়।[2]

তথ্যসূত্র

  1. "How I Met Your Mother cast"CBS। সংগ্রহের তারিখ 2009-12-24 to 2014- 03-31 এখানে তারিখের মান পরীক্ষা করুন: |সংগ্রহের-তারিখ= (সাহায্য)
  2. "CBS announces 2011-2012 premiere dates"। CBS Express। ২০১১-০৬-২৯। সংগ্রহের তারিখ ২০১১-০৮-০৬

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.