হাইমে পেনেদো

হাইমে মানুয়েল পেনেদো কানো (জন্ম: ২৬ সেপ্টেম্বর ১৯৮১) হলেন সেনেগালের একজন পেশাদার ফুটবলার, যিনি রোমানীয় ক্লাব ডায়নামো বুকুরেস্তি এবং পানামা জাতীয় দলের হয়ে একজন গোলরক্ষক হিসেবে খেলেন।

হাইমে পেনেদো
ব্যক্তিগত তথ্য
জন্ম (1981-09-26) ২৬ সেপ্টেম্বর ১৯৮১
জন্ম স্থান পানামা সিটি, পানামা
উচ্চতা ১.৮৬ মি (৬ ফু ১ ইঞ্চি)
মাঠে অবস্থান গোলরক্ষক
ক্লাবের তথ্য
বর্তমান ক্লাব ডায়নামো বুকুরেস্তি
যুব পর্যায়ের খেলোয়াড়ী জীবন
১৯৯১–১৯৯৯ এস্তুদিয়ান্তে দে পানামা
জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ী জীবন*
বছর দল উপস্থিতি (গোল)
২০০০–২০০১ এস্তুদিয়ান্তে দে পানামা ৩৬ (০)
২০০২–২০০৪ প্লাজা আমাদোর ৫১ (০)
২০০৪–২০০৫ আরাবে উনিদো ৪২ (০)
২০০৬–২০০৭ ওসাসুনা বি ১২ (০)
২০০৭–২০১৩ মুনিসিপাল ১০০ (০)
২০১৩–২০১৫ এলএ গ্যালাক্সি ৫৪ (০)
২০১৫–২০১৬ সাপ্রিসা ১০ (০)
২০১৬– ডায়নামো বুকুরেস্তি ৪৮ (০)
জাতীয় দল
২০০৩– পানামা ১২৯ (০)
  • পেশাদারী ক্লাবের উপস্থিতি ও গোলসংখ্যা শুধুমাত্র ঘরোয়া লিগের জন্য গণনা করা হয়েছে এবং ৩ জুন ২০১৮ তারিখ অনুযায়ী সঠিক।

† উপস্থিতি(গোল সংখ্যা)।

‡ জাতীয় দলের হয়ে খেলার সংখ্যা এবং গোল ১১ জুলাই ২০১৫ তারিখ অনুযায়ী সঠিক।

আন্তর্জাতিক ক্যারিয়ার

২০১৮ সালের ৩০শে মে, তিনি রাশিয়ায় অনুষ্ঠিত ২০১৮ ফিফা বিশ্বকাপের জন্য ঘোষিত পানামার ২৩ সদস্যের দলে স্থান পান।[1]

Personal life

২০১৩ সালে, পেনেদো আঙ্গি মালকার সাথে বিবাহের ঘোষণা দেন।[2] এবং ২০১৫ সালের জানুয়ারি মাসে, তারা দুজনে গির্জায় বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের দুজনের "হাইমে মাতিয়াস" একটি পুত্র সন্তান রয়েছে।[3]

সমাননা

ক্লাব

ক্লাব দেপোর্তিভো আরাবে উনিদো
  • লিগা পানামেনা দে ফুটবল:
    • আপের্তুরা: ২০০৪
    • ক্লাউসুরা: ২০০৪
সিএসডি মুনিসিপাল
  • লিগা নাসিওনাল দে গুয়াতেমালা:
    • আপের্তুরা: ২০০৯, ২০১১
    • ক্লাউসুরা: ২০০৮, ২০১০
এলএ গ্যালাক্সি
  • এমএলএস কাপ: ২০১৪
ডায়নামো বুকুরেস্তি
  • কুপা লিগি: ২০১৬–১৭

আন্তর্জাতিক

পানামা
  • কনকাকাফ গোল্ড কাপ
    • রানার-আপ: ২০০৫, ২০১৩
  • কোপা সেন্ট্রোআমেরিকানা
    • চ্যাম্পিয়ন: ২০০৯
    • রানার-আপ: ২০০৭

ব্যক্তিগত

  • কনকাকাফ গোল্ড কাপ সর্বোচ্চ গোলদাতা: ২০০৫, ২০১৩
  • কনকাকাফ গোল্ড কাপ সেরা একাদশ: ২০০৫, ২০১৩
  • কোপা সেন্ট্রোআমেরিকানা গোল্ডেন গ্লোভ বিজয়ী: ২০১৪

তথ্যসূত্র

বহিঃসংযোগ

টেমপ্লেট:FC Dinamo București squad

টেমপ্লেট:CONCACAF Gold Cup awards


This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.