হাইড্রোজেন সায়ানাইড

হাইড্রোজেন সায়ানাইড (ইংরেজি: Hydrogen cyanide) হচ্ছে একটি বর্ণহীন, অত্যন্ত বিষাক্ত রাসায়নিক যৌগ। এর রাসায়নিক সংকেত HCN। সাধারণ কক্ষ তাপমাত্রায়ই (২৬ °C বা ৭৮.৮ °F) হচ্ছে এর স্ফূটনাঙ্ক। এটি একটি সরলরৈখিক যৌগ, যা নাইট্রোজেনের সাথে ত্রৈত বন্ধন ও কার্বনের সাথে একক বন্ধন সৃষ্টির মাধ্যমে যৌগ গঠন করে। হাইট্রোজেন সায়ানাইডের একটি মাইনর টটোমার রয়েছে, যা HNC বা হাইড্রোজেন আইসোসায়ানাইড নামে পরিচিত।

হাইড্রোজেন সায়ানাইড
নামসমূহ
ইউপ্যাক নাম
formonitrile
অন্যান্য নাম
হাইড্রোসায়ানিক এসিড
প্রুসিক এসিড
ফর্মোনাইট্রাইল
ফরমিক অ্যানামোনাইড
সায়ান
সাইক্লোন
শনাক্তকারী
সিএএস নম্বর
ত্রিমাত্রিক মডেল (জেমল)
ইসিএইচএ ইনফোকার্ড ১০০.০০০.৭৪৭
ইসি-নম্বর 200-821-6
পাবকেম CID
আরটিইসিএস নম্বর MW6825000
ইউএন নম্বর 1051 (anhydrous)
1613 (aqueous soln., <20%)
1614 (adsorbed)
বৈশিষ্ট্য
HCN
আণবিক ভর ২৭.০২৫৩ g/mol
বর্ণ বর্ণহীন বা হালকা নীল
highly volatile liquid
ঘনত্ব ০.৬৮৭ g/cm3, তরল।
গলনাঙ্ক −১৩.৪ °সে (৭.৯ °ফা; ২৫৯.৮ K)
স্ফুটনাঙ্ক ২৫.৬ °সে (৭৮.১ °ফা; ২৯৮.৮ K)
পানিতে দ্রাব্যতা
completely miscible
অম্লতা (pKa) ৯.২১
প্রতিসরাঙ্ক (nD) ১.২৬৭৫ [1]
সান্দ্রতা ০.২০১ cP
গঠন
আণবিক আকৃতি সরলরৈখিক
ডায়াপল মুহূর্ত ২.৯৮ D
তাপ রসায়নবিদ্যা
তাপ ধারকত্ব, C ১.৩২৮ J/(g·K) (gas)
২.১৬১২ J/(g·K) (liquid)
গঠনে প্রমান এনথ্যাল্পির পরিবর্তন ΔfHo২৯৮ -৪.৯৯৯ kJ/g
দহনে প্রমান এনথ্যাল্পির পরিবর্তন ΔcHo298 -২৪.৬ kJ/g
ঝুঁকি প্রবণতা
ইইউ শ্রেণীবিভাগ (ডিএসডি)
উচ্চ দাহ্যমাত্রা বিশিষ্ট (F+)
অত্যন্ত বিষাক্ত (T+)
পরিবেশের জন্য বিপজ্জনক (N)
আর-বাক্যাংশ আর১২, আর২৬, আর৫০/৫৩
এস-বাক্যাংশ (এস১/২), এস৭/৯, এস১৬, এস৩৬/৩৭, এস৩৮, এস৪৫, এস৬০, এস৬১
এনএফপিএ ৭০৪
4
4
1
ফ্ল্যাশ পয়েন্ট −১৭.৮ °C (−৬৪ °F)
সম্পর্কিত যৌগ
সুনির্দিষ্টভাবে উল্লেখ করা ছাড়া, পদার্থসমূহের সকল তথ্য-উপাত্তসমূহ তাদের প্রমাণ অবস্থা (২৫ °সে (৭৭ °ফা), ১০০ kPa) অনুসারে দেওয়া হয়েছে।
Y যাচাই করুন (এটি কি YN ?)
তথ্যছক তথ্যসূত্র

৯.২ pKa মাত্রায় হাইড্রোজেন সায়ানাইডে মৃদু অম্লত্ব লক্ষ করা যায়। এছাড়া এটি পানিতে আয়নিত হয়, যা দ্রবণে সায়ানাইড অ্যানায়ন CN সরবরাহ করে। পানিতে হাইড্রোজেন সায়ানাইডের দ্রবণ হাইড্রোসায়ানিক এসিড তৈরি করে। হাইড্রোজেন সায়ানাইডের লবণ সায়ানাইড নামে পরিচিত। এটি বিষাক্ত হতে পারে।

হাইড্রোজেন সায়ানাইড শিল্পকারখানায় বাণিজ্যিক ভিত্তিতে উৎপাদন করা হয়। বিভিন্ন রকমের রায়ানিক যৌগে এটি সূচক হিসেবে ব্যবহৃত হয়। যৌগগুলো পলিমার থেকে ফার্মাসিউটিক্যালস সংক্রান্তও হয়ে থাকে।

তথ্যসূত্র

  1. Pradyot Patnaik. Handbook of Inorganic Chemicals. McGraw-Hill, 2002, আইএসবিএন ০-০৭-০৪৯৪৩৯-৮

বহিঃসংযোগ


This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.