স্পলিরিস
স্পলিরিস খ্রিস্টপূর্ব প্রথম শতাব্দীর একজন ইন্দো-সিথিয় শাসক ছিলেন।
স্পলিরিস | |
---|---|
ইন্দো-সিথিয় শাসক | |
![]() স্পলিরিসের রৌপ্য মুদ্রা | |
পূর্বসূরি | স্পলহোর |
উত্তরসূরি | প্রথম আজেস |
মুদ্রা
স্পলিরিসের তিন ধরনের মুদ্রা পাওয়া যায়। এক ধরনের মুদ্রায় তার সঙ্গে ইন্দো-সিথিয় শাসক ভোনোনেসের নাম ও প্রতিকৃতি রয়েছে। অপর এক ধরনের মুদ্রায় শুধুমাত্র তার নিজের নাম ও প্রতিকৃতি রয়েছে। এই ধরনের মুদ্রাগুলির এক পিঠে অশ্বারূঢ় বর্মপরিহিত রাজার প্রতিকৃতি সহ গ্রিক লিপিতে বাসিলেওস মেগালোউ স্পালিরিসোউ (=মহান রাজা স্পলিরিস) কথাটি উৎকীর্ণ রয়েছে এবং অপর পিঠে জিউসের প্রতিকৃতি ও খরোষ্ঠী লিপি উৎকীর্ণ রয়েছে। তৃতীয় ধরনের মুদ্রায় তার সঙ্গে ইন্দো-সিথিয় শাসক প্রথম আজেসের নাম উৎকীর্ণ রয়েছে।[1]
তথ্যসূত্র
![]() |
উইকিমিডিয়া কমন্সে স্পলিরিস সংক্রান্ত মিডিয়া রয়েছে। |
- Senior, R. C. (জুলাই ২০, ২০০৫)। "Indo-Scythian Dynasty"। Encyclopedia Iranica। আইএসএসএন 2330-4804। সংগ্রহের তারিখ ২০১৫-০৯-১৬।
স্পলিরিস ইন্দো-সিথিয় রাজ্য | ||
রাজত্বকাল শিরোনাম | ||
---|---|---|
পূর্বসূরী স্পলহোর |
ইন্দো-সিথিয় শাসক | উত্তরসূরী প্রথম আজেস |
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.