স্টিফেন মাইবার্গ

স্টিফেন জোহান্স মাইবার্গ ইংরেজি: Stephanus Johannes Myburgh); (জন্ম: ২৮ ফেব্রুয়ারি ১৯৮৪) হলেন একজন আফ্রিকান বংশোদ্ভূত নেদারল্যান্ড আন্তর্জাতিক ক্রিকেটার। তিনি হলেন একজন বা-হাতি ব্যাটসম্যান এবং ডান-হাতি অফব্রেক বোলার।

স্টিফেন মাইবার্গ
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নামস্টিফেন জোহান্স মাইবার্গ
জন্ম (1984-02-28) ২৮ ফেব্রুয়ারি ১৯৮৪
প্রেটোরিয়া, দক্ষিণ আফ্রিকা
ব্যাটিংয়ের ধরনবা-হাতি
বোলিংয়ের ধরনডান-হাতি অফব্রেক
আন্তর্জাতিক তথ্য
জাতীয় পার্শ্ব
ওডিআই অভিষেক
(ক্যাপ ৫৪)
১২ সেপ্টেম্বর ২০১১ বনাম কেনিয়া
শেষ ওডিআই২৮ জানুয়ারী ২০১৪ বনাম কানাডা
টি২০আই অভিষেক
(ক্যাপ ২৩)
১৩ মার্চ ২০১২ বনাম কানাডা
শেষ টি২০আই২১ মার্চ ২০১৪ বনাম আয়ারল্যান্ড
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা ওয়ানডে টি২০ আই এফসি লিস্ট এ
ম্যাচ সংখ্যা ১১ ১২ ১৬ ৫৯
রানের সংখ্যা ২৬৫ ২৭১ ৪২৫ ১,৫৮৬
ব্যাটিং গড় ২৬.৫ ২২.৫৮ ২০.২৩ ২৯.৩৭
১০০/৫০ ০/২ ০/২ ০/১ ১/১১
সর্বোচ্চ রান ৫৬ ৬৩ ৫৯ ১০৫
বল করেছে ৬০ ৫৫
উইকেট -
বোলিং গড় - ১৭.০০
ইনিংসে ৫ উইকেট - -
ম্যাচে ১০ উইকেট n/a n/a - -
সেরা বোলিং - ২/৩০
ক্যাচ/স্ট্যাম্পিং ১/– ১/– ১৪/ ১০/

খেলোয়াড়ী জীবন

মাইবার্গের ওয়ানডে ক্রিকেটে ২০১১ সালের ১২ সেপ্টেম্বর কেনিয়া জাতীয় দলের বিরুদ্ধে অভিষেক ঘটে।

২০১৪ সালের ২১ মার্চ মাইবার্গ আয়ারল্যান্ডের পল স্টার্লিং এর সঙ্গে টুয়েন্টি২০ আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম অর্ধ-শতক করার রেকর্ড গড়েন।[1]

তথ্যসূত্র

  1. "Stephan Myburgh scores second fastest fifty in T20Is"Cricket Country। সংগ্রহের তারিখ ২১ মার্চ ২০১৪

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.