স্কাল-ব্জাং-লুং-রিগ্স-র্গ্যা-ম্ত্শো
স্কাল-ব্জাং-লুং-রিগ্স-র্গ্যা-ম্ত্শো (ওয়াইলি: skal bzang lung rigs rgya mtsho) (১৯০১-১৯৫৪) তিব্বতী বৌদ্ধধর্মের দ্গে-লুগ্স ধর্মসম্প্রদায়ের ষষ্ঠ জাম-ত্শা-গ্সের-খ্রি (ওয়াইলি: zam tsha gser khri) উপাধিধারী বৌদ্ধ লামা ছিলেন।
সংক্ষিপ্ত জীবনী
স্কাল-ব্জাং-লুং-রিগ্স-র্গ্যা-ম্ত্শো ১৯০১ খ্রিষ্টাব্দে তিব্বতের আমদো অঞ্চলের দ্ঙ্গুল-র্বা (ওয়াইলি: dngul rwa) নামক স্থানে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল ব্জোদ-পা (ওয়াইলি: bzod pa) এবং মাতার নাম ছিল ল্হা-মো-স্ক্যিদ (ওয়াইলি: lha mo skyid)। ১৯০৪ খ্রিষ্টাব্দে স্কাল-ব্জাং-থুব-ব্স্তান-দ্বাং-ফ্যুগ (ওয়াইলি: skal bzang thub bstan dbang phyug) নামক চতুর্থ 'জাম-দ্ব্যাংস-ব্ঝাদ-পা (ওয়াইলি: 'jam-dbyangs bzhad-pa) উপাধিধারী বৌদ্ধ লামা তাকে স্কাল-ব্জাং-'জিগ্স-মেদ-নাম-ম্খা'-ব্জাং-পো (ওয়াইলি: skal bzang 'jigs med nam mkha' bzang po) নামক পঞ্চম জাম-ত্শা-গ্সের-খ্রি (ওয়াইলি: zam tsha gser khri) উপাধিধারী বৌদ্ধ লামার পুনর্জন্ম রূপে চিহ্নিত করেন। ১৯০৮ খ্রিষ্টাব্দে দ্কোন-ম্ছোগ-ব্স্তান-'দজিন-র্গ্যা-ম্ত্শো (ওয়াইলি: dkon mchog bstan 'dzin rgya mtsho) নামক বৌদ্ধ ভিক্ষু তাকে শিক্ষার্থীর শপথ প্রদান করেন। তিনি তিব্বতের সম্রাট ও মন্ত্রীদের প্রশংসা করে বেশ কিছু কাব্য রচনা করেন।[1]
তথ্যসূত্র
- Chhosphel, Samten (জানুয়ারি ২০১১)। "The Sixth Zamtsa Sertri, Kelzang Lungrik Gyatso"। The Treasury of Lives: Biographies of Himalayan Religious Masters। সংগ্রহের তারিখ ২০১৪-০৮-০৪।
পূর্বসূরী স্কাল-ব্জাং-'জিগ্স-মেদ-নাম-ম্খা'-ব্জাং-পো |
স্কাল-ব্জাং-লুং-রিগ্স-র্গ্যা-ম্ত্শো পঞ্চম জাম-ত্শা-গ্সের-খ্রি |
উত্তরসূরী ব্লো-ব্জাং-নাম-ম্খা'-র্গ্যাল-ম্ত্শান |