সেন্ট্রাল পার্ক

সেন্ট্রাল পার্ক (ইংরেজি: Central Park) মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের নিউ ইয়র্ক শহরের ম্যানহাটন মহানগর-বিভাগে অবস্থিত একটি নগর উদ্যান। উদ্যানটি ম্যানহাটনের আপার ওয়েস্ট সাইডআপার ইস্ট সাইড নামক দুইটি এলাকার মাঝখানে ৮৪৩ একর আয়তনের জায়গা জুড়ে অবস্থিত। এটি পূর্বদিকে ফিফথ অ্যাভিনিউ নামক রাজপথ, পশ্চিমে এইথ অ্যাভিনিউ, দক্ষিণে ফিফটি-নাইনথ স্ট্রিট এবং উত্তরে হানড্রেড অ্যান্ড টেনথ স্ট্রিট নামক সড়কগুলি দিয়ে সীমাবদ্ধ। সেন্ট্রাল পার্ক মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি পরিদর্শিত নগর উদ্যান। প্রতি বছর এখানে প্রায় ৪ কোটি লোক বেড়াতে আসেন। এখানে বহুসংখ্যক মার্কিন ও বিদেশী চলচ্চিত্রের দৃশ্যধারণ করা হয়েছে।

সেন্ট্রাল পার্ক
সেন্ট্রাল পার্ক উদ্যানের দক্ষিণ-পূর্ব কোণায় দ্য পন্ড এবং হ্যালেট প্রাকৃতিক অভয়স্থল
ইন্টারেক্টিভ মানচিত্র সেন্ট্রাল পার্ক অবস্থান দেখাচ্ছে
ধরননগর উদ্যান
অবস্থানম্যানহাটন, নিউ ইয়র্ক শহর, মার্কিন যুক্তরাষ্ট্র
স্থানাঙ্ক৪০°৪৬′৫৬″ উত্তর ৭৩°৫৭′৫৫″ পশ্চিম
আয়তন৮৪৩ একর (৩.৪১ কিমি)[1]
নির্মিত১৮৫৭–১৮৭৬
মালিকানাধীনএনওয়াইসি পার্ক
পরিচালিতসেন্ট্রাল পার্ক কনজার্ভেনসি
পরিদর্শকবার্ষিক প্রায় ৩৭-৩৮ মিলিয়ন[2]:
অবস্থাসারা বছর উন্মুক্ত
পাবলিক ট্রানজিট এক্সেসপাতাল রেল এবং বাস; নীচে দেখুন
মার্কিন যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক স্থানসমূহের জাতীয় নিবন্ধন
ইউ.এস. জাতীয় ঐতিহাসিক ল্যান্ডমার্ক
অবৈধ উপাধি
স্থপতিফ্রেডেরিক ল ওল্মস্টেড (১৮২২–১৯০৩), ক্যালভার্ট ভো (১৮২৪–১৮৯৫)
এনআরএইচপি সূত্র #৬৬০০০৫৩৮
গুরুত্বপূর্ণ তারিখ
এনআরএইচপি-তে যোগ১৫ই অক্টোবর, ১৯৬৬[3]
মনোনীত NHL২৩শে মে, ১৯৬৩
মনোনীত NYCL২৬শে মার্চ, ১৯৭৪[4]

সেন্ট্রাল পার্ক উদ্যানটি নগর সংস্থার ভূমি অধিগ্রহণের মাধ্যমে ১৮৫৭ সালে প্রতিষ্ঠা করা হয়। এটি বেশ কয়েকবার দুর্দশায় পতিত হলেও প্রত্যেকবারই বিভিন্ন পরিচ্ছন্নতা ও উন্নয়ন প্রকল্পের মাধ্যমে এটির সৌন্দর্য ধরে রাখার প্রচেষ্টা করা হয়েছে। ১৯৬৩ সালে মার্কিন স্বরাষ্ট্র মন্ত্রণালয় উদ্যানটিকে "জাতীয় ঐতিহাসিক স্থাপনা" উপাধিতে ভূষিত করে।[5] বর্তমানে সেন্ট্রাল পার্ক কনজার্ভেন্সি নামের একটি বেসরকারী-সরকারী যৌথ প্রকল্প উদ্যানটির দেখাশোনা করে, যার পেছনে বাৎসরিক ৬ কোটি ৫০ লক্ষ মার্কিন ডলার ব্যয় হয়।

তথ্যসূত্র

  1. "About Us"Central Park Conservancy। ২০১৪। সংগ্রহের তারিখ মার্চ ২৫, ২০১৪
  2. "REPORT ON THE PUBLIC USE OF CENTRAL PARK" (PDF)centralparknyc.orgCentral Park Conservancy। এপ্রিল ২০১১। সংগ্রহের তারিখ এপ্রিল ১, ২০১৯
  3. কর্মী (জানুয়ারি ২৩, ২০০৭)। "জাতীয় নিবন্ধন তথ্য পদ্ধতি"ঐতিহাসিক স্থানসমূহের জাতীয় নিবন্ধনজাতীয় পার্ক পরিষেবা
  4. Central Park Landmark Designation 1974, পৃ. 1 (PDF p. 2)
  5. https://npgallery.nps.gov/AssetDetail/NRIS/66000538

বহিঃসংযোগ

KML is from Wikidata
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.