সেনেরখিল জমিদার বাড়ি
সেনেরখিল জমিদার বাড়ি বাংলাদেশ এর ফেনী জেলার সোনাগাজী উপজেলার সেনেরখিল গ্রামে অবস্থিত এক ঐতিহাসিক জমিদার বাড়ি। [1]
সেনেরখিল জমিদার বাড়ি | |
---|---|
বিকল্প নাম | চৌদ্দি বাড়ি চৌধুরী বাড়ি |
সাধারণ তথ্য | |
ধরন | বাসস্থান |
অবস্থান | সোনাগাজী উপজেলা |
ঠিকানা | সেনেরখিল |
শহর | সোনাগাজী উপজেলা, ফেনী জেলা |
দেশ | বাংলাদেশ |
খোলা হয়েছে | ১৫০০ |
স্বত্বাধিকারী | উপেন্দ্র সেনগুপ্ত চৌধুরী মহেন্দ্র সেনগুপ্ত চৌধুরী |
কারিগরী বিবরণ | |
পদার্থ | ইট, সুরকি ও রড |
ইতিহাস
প্রায় পাঁচশত শতাব্দী আগে জমিদার উপেন্দ্র সেনগুপ্ত চৌধুরী ও মহেন্দ্র সেনগুপ্ত চৌধুরী মিলে এই জমিদার বাড়িটি প্রতিষ্ঠা করেন। জমিদার বাড়িটি ব্রিটিশ বিরোধী আন্দোলনের জন্য ইতিহাসের খাতায় নাম লিখিয়েছে। কারণ এই বাড়িটিতে মাষ্টারদা সুর্যসেন ও প্রীতিলতা ওয়াদ্দেদারের কয়েকবার এসে আশ্রয় নিয়েছেন।
অবকাঠামো
বর্তমান অবস্থা
তথ্যসূত্র
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.