সেগোলেন রোয়াইয়াল
মারি-সেগোলেন রোয়াইয়াল[টীকা 1] (ফরাসি:
সেগোলেন রোয়াইয়াল | |
---|---|
![]() | |
পোয়াতু-শারন্তের সভাপতি | |
দায়িত্বাধীন | |
অধিকৃত কার্যালয় ৩০শে মার্চ, ২০০৪ | |
পূর্বসূরী | এলিজাবেথ মোরাঁ |
ফরাসি জাতীয় সংসদের ডেপুটি | |
কাজের মেয়াদ ৯ই জুন, ২০০২ – ১৭ই জুন, ২০০৭ | |
কাজের মেয়াদ ১লা জুন, ১৯৯৭ – ৪ঠা জুন, ১৯৯৭ | |
কাজের মেয়াদ ২রা এপ্রিল, ১৯৯৩ – ২১শে এপ্রিল, ১৯৯৭ | |
কাজের মেয়াদ ১৩ই জুন, ১৯৮৮ – ১৩ই জুন, ১৯৯২ | |
সংসদীয় এলাকা | দো-সেভ্র্ |
পরিবেশ ও জীবনধারা মন্ত্রী | |
কাজের মেয়াদ ২রা এপ্রিল, ১৯৯২ – ২৯শে মার্চ, ১৯৯৩ | |
প্রধানমন্ত্রী | পিয়ের বেরেগোভোয়া |
পূর্বসূরী | ব্রাইস লালোঁদ |
উত্তরসূরী | মিশেল বার্নিয়ে |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | ডাকার, সেনেগাল | ২২ সেপ্টেম্বর ১৯৫৩
রাজনৈতিক দল | পার্তি সোসিয়ালিস্ত |
ধর্ম | রোমান ক্যাথলিক (পালন করেন না) [1] |
ওয়েবসাইট | desirsdavenir.com |
২০০৭ সালের ফ্রান্সের রাষ্ট্রপতি নির্বাচনের ভোটাভুটির প্রথম পর্বে সেগোলেন রোয়াইয়াল দ্বিতীয় হন এবং দ্বিতীয় পর্বে নিকোলা সার্কোজির সাথে প্রতিদ্বন্দ্ব্বিতার জন্য বাছাই হন। দ্বিতীয় পর্বে তিনি ৪৬.৯৪% ভোট পেয়ে সামান্য ব্যবধানে সার্কোজির কাছে পরাজিত হন। [2]
টীকা
- এই ফরাসি ব্যক্তিনাম বা স্থাননামটির বাংলা প্রতিবর্ণীকরণে উইকিপিডিয়া:বাংলা ভাষায় ফরাসি শব্দের প্রতিবর্ণীকরণ শীর্ষক রচনাশৈলী নিদের্শিকাতে ব্যাখ্যাকৃত নীতিমালা অনুসরণ করা হয়েছে।
তথ্যসূত্র
- Paris-Match condamné pour des photos de Ségolène Royal dans une église
- "Sarkozy Wins in France and Vows Break With Past"। The New York Times। ২০০৭-০৫-০৭। সংগ্রহের তারিখ ২০০৭-০৫-০৭।
![]() |
উইকিমিডিয়া কমন্সে সেগোলেন রোয়াইয়াল সংক্রান্ত মিডিয়া রয়েছে। |