সুয্যে লিনাক্স এন্টারপ্রাইজ

সুয্যে লিনাক্স এন্টারপ্রাইজ ডেস্কটপ (ইংরেজি: SUSE Linux Enterprise Desktop), পূর্বের নোভেল লিনাক্স ডেস্কটপ, সুয্যে কর্তৃক সরবরাহকৃত বাণিজ্যিক বাজার লক্ষ্য করে নির্মিত একটি লিনাক্স ডিস্ট্রিবিউশন[4] ২৪-৩৬ মাস অন্তর, এর নতুন প্রধান সংস্করণগুলো প্রকাশিত হয়। আর ছোট সংস্করণগুলো, সার্ভিস প্যাক, ৯-১২ মাস অন্তর প্রকাশিত হয়। সুয্যে লিনাক্স এন্টারপ্রাইজ পণ্যগুলো ওপেনসুয্যে থেকে অনেক বেশি পরীক্ষিত।

সুয্যে লিনাক্স এন্টারপ্রাইজ ডেস্কটপ
সুয্যে লিনাক্স এন্টারপ্রাইজ ডেস্কটপ ১৫
ডেভলপারসুয্যে
ওএস পরিবারইউনিক্স-সদৃশ
কাজের অবস্থাসক্রিয়
সোর্স মডেলওপেন সোর্স
সর্বশেষ মুক্তি১৫ / ২৫ জুন ২০১৮ (2018-06-25)[1]
মার্কেটিং লক্ষ্যএন্টারপ্রাইজ কম্পিউটিং (ওয়ার্কস্টেশন, সার্ভার)
ভাষাসমূহবহুভাষিক
হালনাগাদের পদ্ধতিজাইপার, ইয়াস্ট২
প্যাকেজ ম্যানেজারআরপিএম প্যাকেজ ম্যানেজার
কার্নেলের ধরনমনোলিথিক (লিনাক্স)
ইউজারল্যান্ডগ্নু
ব্যবহারকারী ইন্টারফেসগ্নোম[2][3]
লাইসেন্সএমআইটি লাইসেন্স, গ্নু জিপিএল এবং অন্যান্য
ওয়েবসাইটwww.suse.com/products/desktop/

সুয্যে লিনাক্স এন্টারপ্রাইজ ডেস্কটপের সর্বশেষ সংস্করণ হলো ১৫। এটাতে ইভোল্যুশন ৩.২৬ সহ আরও অনেক ওপেন সোর্স প্যাকেজ অন্তর্ভুক্ত থাকে, যেমন— দিয়া, টাইগারভিএনসি, এবং আইএফটিপি।

তথ্যসূত্র

  1. "The Definitive Guide to SUSE Linux Enterprise Server - Sander van Vugt - Google Books"। সংগ্রহের তারিখ ২০১৭-০৩-০৬
  2. "DistroWatch.com: SUSE Linux Enterprise"। সংগ্রহের তারিখ ২০১৭-০৩-০৬
  3. Peter Galli (২০০৬)। "Novell aims rebranded SUSE Linux 10 at enterprise desktops"eWeek। ২০০৮-০৭-২৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৯-০১-০২
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.