সুন্দরী

সুন্দরী (বৈজ্ঞানিক নাম: Heritiera fomes) হচ্ছে মালভেসি পরিবারভুক্ত একপ্রকার বৃক্ষ। এরা সমুদ্র-উপকূলীয় বৃক্ষ হিসেবে সুপরিচিত। ভারত, বাংলাদেশসহ বিভিন্ন দেশের সমুদ্র-উপকূলবর্তী লোনা এলাকায় বেশি দেখতে পাওয়া যায়। বাংলাদেশ ও ভারত উপকূলে এর স্থানীয় নাম সুন্দরী, এখানে বিখ্যাত লোনা-বন (mangrove) সুন্দরবনের প্রায় ৭০% জুড়েই এজাতীয় গাছের আধিপত্য।[3]

Heritiera fomes
সুন্দরবনের সুন্দরী বৃক্ষ

বিপন্ন  (আইইউসিএন ৩.১)[1]
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ: Plantae
(শ্রেণীবিহীন): Angiosperms
(শ্রেণীবিহীন): Eudicots
(শ্রেণীবিহীন): Rosids
বর্গ: Malvales
পরিবার: Malvaceae
গণ: Heritiera
প্রজাতি: H. fomes
দ্বিপদী নাম
Heritiera fomes
Buch.-Ham.[2]
প্রতিশব্দ

Heritiera minor Roxb.

বর্ণনা

সুন্দরী গাছের পাতা ছোট আকৃতির, ফুল হলুদ বর্ণের। একটি পূর্ণ বয়স্ক সুন্দরী গাছের গড় উচ্চতা ৭৫ ফুট। কাঠ রক্তবর্ণের। এ কাঠ খুবই শক্ত এবং মূল্যবান।[4]

ব্যবহার

সুন্দরী কাঠ দিয়ে আসবাবপত্র, ঘরের দরজা ইত্যাদি তৈরি হয়। সুন্দরবনের পার্শ্ববর্তী অঞ্চলে এ কাঠ দিয়ে তৈরি নৌকার কদর রয়েছে।[4]

আরো দেখুন

তথ্যসূত্র

  1. "Heritiera fomes"বিপদগ্রস্ত প্রজাতির আইইউসিএন লাল তালিকা। সংস্করণ 2013.1প্রকৃতি সংরক্ষণের জন্য আন্তর্জাতিক ইউনিয়ন। ২০১০। সংগ্রহের তারিখ ২০১৫-০২-২১
  2. Vanden Berghe, Edward (২০১৪)। "Heritiera fomes Buch.-Ham."World Register of Marine Species। সংগ্রহের তারিখ ২০১৫-০২-২২
  3. "Sundari" ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৭ সেপ্টেম্বর ২০১০ তারিখে, Abul Khair, বাংলাপিডিয়া ওয়েব, ২০০৬ সংস্করণ।
  4. দেখুন সুন্দরবনঃ মুস্তাফিজ মামুন; পৃষ্ঠাঃ ৪২ ও ৪৩; সংস্করণঃ ফেব্রুয়ারি, ২০১২; প্রকাশনা সংস্থাঃ অবসর

বহিঃসংযোগ

  • বাংলাপিডিয়ায় সুন্দরী গাছ বিষয়ক নিবন্ধ
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.