সুন্দরবন (দ্ব্যর্থতা নিরসন)
সুন্দরবন বলতে মূলত গঙ্গার ব দ্বীপ অঞ্চলের মিষ্টি জলের ক্রান্তীয় বনভূমিকে বোঝায়। ভারত ও বাংলাদেশের ক্রান্তীয় বনভূমির মধ্যে গণ্য করা হয়।
এর মধ্যে উল্লেখ্য বনভুমি হচ্ছে
- সুন্দরবন জাতীয় উদ্যান - ভারত সরকার এটিকে জাতীয় উদ্যানের স্বীকৃতি দিয়েছে।
- সুন্দরবন পশ্চিম বন্যপ্রাণ অভয়ারণ্য - বাংলাদেশ সরকার একে সংরক্ষিত বন হিসাবে চিহ্নিত করেছে।
- সুন্দরবন দক্ষিণ বন্যপ্রাণ অভয়ারণ্য- বাংলাদেশ সরকার একে সংরক্ষিত বন হিসাবে চিহ্নিত করেছে।
- সুন্দরবন পূর্ব বন্যপ্রাণ অভয়ারণ্য - বাংলাদেশ সরকার একে সংরক্ষিত বন হিসাবে চিহ্নিত করেছে।
- সুন্দরবন জীবমণ্ডল সংরক্ষণ - ভারতের একটি ব্যাঘ্র প্রকল্প।
প্রতিষ্ঠান
- সুন্দরবন মহাবিদ্যালয় একটি কলেজ।
- সুন্দরবন হাজি দেসারাত কলেজ একটি কলেজ।
পরিবহন
- সুন্দরবন এক্সপ্রেস একটি ট্রেনের নাম।
বই
- সুন্দরবনে সাত বছর একটি বইয়ের নাম।
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.