সুধীর পাল্‌সানে

সুধীর পাল্‌সানে একজন ভারতীয় চিত্রগ্রাহক। তিনি ওড়িয়া, হিন্দি, মারাঠি, বাংলা, জার্মান সহ বিভিন্ন ভাষার চলচ্চিত্রে চিত্রগ্রাহক হিসেবে কাজ করেছেন।[1] তিনি মূলত প্রামাণ্যচিত্র এবং ফিচার চলচ্চিত্রে চিত্রগ্রহণের কাজ করেছেন। ২০১০ সালে মারাঠি দ্য ওয়েল চলচ্চিত্র জন্য পুনে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এবং জি গৌরভ পুরস্কারে শ্রেষ্ঠ চিত্রগ্রাহকের খেতাব জেতেন। এছাড়াও বিভিন্ন জাতীয় এবং আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছেন।[2]

সুধীর পাল্‌সানে
জাতীয়তাভারতীয়
নাগরিকত্বভারতীয়
শিক্ষাস্নাতক
যেখানের শিক্ষার্থীফিল্ম অ্যান্ড টিলিভিশন ইনিস্টিটিউট অব ইন্ডিয়া
পেশাচিত্রগ্রাহক
কার্যকাল১৯৯৭বর্তমান

প্রাথমিক জীবন

পাল্‌সানে ১৯৮৯ সালে ফিল্ম অ্যান্ড টিলিভিশন ইনিস্টিটিউট অব ইন্ডিয়া থেকে স্নাতক সম্পন্ন করেন।[2]

চলচ্চিত্র তালিকা

বছরশিরোনামভাষাটীকা
২০১৫বেবি (২০১৫-এর চলচ্চিত্র)হিন্দি(সহ-চিত্রগ্রাহক)[3]
২০১৪মেঘমল্লারবাংলা
২০১২ফেরারি কি সওয়ারিহিন্দি[4]
২০১২ক্রামহিন্দি
২০১১তারাঞ্চে বেইতমারাঠি
২০১০ফ্রিমডে কিন্ডারজার্মান[5]
২০০৯দ্য ওয়েলমারাঠি[6]
২০০৯দ্য ব্যাচেলর পার্টিমারাঠি[7]
২০০৯দ্য ড্যাম্‌ড রেইনমারাঠি[8]
২০০৯আপা আকাহিন্দি[9]
২০০৮ভালুমারাঠি[10]
২০০৫দ্য ভার্জিন অব পালার্মোজার্মান[11]
২০০৫এলিফেন্ট বয়হিন্দি[12]
২০০৩ইয়ে হায় চাক্কাড বাক্কাড বাম্বে বোহিন্দি[13]
২০০২টাউম অ্যান্ড স্পেসজার্মান[14]
২০০২মাটির ময়নাবাংলা[15]
১৯৯৭শুন্য স্বরুপাওড়িয়া[16]

তথ্যসূত্র

  1. "Sudheer Palsane for Vihir (The Well)"asiapacificscreenacademy.com (ইংরেজি ভাষায়)। asiapacificscreenacademy। সংগ্রহের তারিখ জুলাই ১০, ২০১৫
  2. "সুধীর পাল্‌সানে"thetravellingarchive.org (ইংরেজি ভাষায়)। thetravellingarchive। সংগ্রহের তারিখ জুলাই ১১, ২০১৫
  3. "বেবি"imdb.comআইএমডিবি। ২০১৫। সংগ্রহের তারিখ জুলাই ১০, ২০১৫
  4. "ফেরারি কি সওয়ারি"imdb.comআইএমডিবি। ২০১৫। সংগ্রহের তারিখ জুলাই ১০, ২০১৫
  5. "ফ্রিমডে কিন্ডার"imdb.comআইএমডিবি। ১৯৯৩। সংগ্রহের তারিখ জুলাই ১১, ২০১৫
  6. "দ্য ওয়েল"imdb.comআইএমডিবি। ২০১০। সংগ্রহের তারিখ জুলাই ১০, ২০১৫
  7. "দ্য ব্যাচেলর পার্টি"imdb.comআইএমডিবি। ২০০৯। সংগ্রহের তারিখ জুলাই ১১, ২০১৫
  8. "দ্য ড্যাম্‌ড রেইন"imdb.comআইএমডিবি। ২০০৯। সংগ্রহের তারিখ জুলাই ১১, ২০১৫
  9. "আপা আকা"imdb.comআইএমডিবি। ২০০৯। সংগ্রহের তারিখ জুলাই ১১, ২০১৫
  10. "ভালু"imdb.comআইএমডিবি। ২০০৮। সংগ্রহের তারিখ জুলাই ১১, ২০১৫
  11. "দ্য ভার্জিন অব পালার্মো"imdb.comআইএমডিবি। ২০০৫। সংগ্রহের তারিখ জুলাই ১১, ২০১৫
  12. "এলিফেন্ট বয়"imdb.comআইএমডিবি। ২০০৫। সংগ্রহের তারিখ জুলাই ১১, ২০১৫
  13. "ইয়ে হায় চাক্কাড বাক্কাড বাম্বে বো"imdb.comআইএমডিবি। ২০০৩। সংগ্রহের তারিখ জুলাই ১১, ২০১৫
  14. "টাউম অ্যান্ড স্পেস"imdb.comআইএমডিবি। ২০০২। সংগ্রহের তারিখ জুলাই ১১, ২০১৫
  15. "মাটির ময়না"imdb.comআইএমডিবি। ২০০২। সংগ্রহের তারিখ জুলাই ১০, ২০১৫
  16. "শুন্য স্বরুপা"imdb.comআইএমডিবি। ১৯৯৭। সংগ্রহের তারিখ জুলাই ১০, ২০১৫

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.