সুদ

অর্থনীতির পরিভাষায় সুদ হলো অর্থ বা সম্পদ ধার নেয়ার জন্য প্রদান করা "ভাড়া"। ঋণদাতা ঋণপ্রদানের জন্য এই সুদ ধার্য করে থাকে। মূল যে পরিমাণ অর্থ ধার দেয়া হয়েছে, তাকে বলা হয় মূল, এবং এই মূল এর যত অংশ একটি নির্দিষ্ট সময়কালের মধ্যে সুদ হিসাবে প্রদান করতে হয়, তাকে সুদের হার বলে।

আরও দেখুন

সামষ্টিক অর্থশাস্ত্র (Macroeconomics)-সংক্রান্ত অর্থনৈতিক ধারণা - সম্পাদনা

অর্থনৈতিক চক্র (Economic Cycles): আতঙ্ক (অর্থনীতি) (Panic)  কেইন্‌সীয় অর্থনীতি (Keynesian ecoonomics)  ফিলিপ্‌স রেখা (Phillips curve)  ব্যবসায় চক্র (Business cycle)  • [[মুদ্রাস্ফীত

  1. REDIRECT সামষ্টিক অর্থশাস্ত্র

মূল্যস্ফীতি (Inflation)  অর্থনৈতিক মন্দা (Depression)  মন্দা-পূর্বাভাস (Recession)
রাজস্ব ও মুদ্রানীতি (Fiscal and monetary policy): অর্থনৈতিক সুস্থিতিকারক (economic stabilizer)  • আংশিক তহবিল ব্যবস্থা (fractional reserve system)  আঞ্চলিক উন্নয়ন কর্মসূচী (regional development program)  আয়নিয়ন্ত্রণ কর্মনীতি (incomes policy)  গ্রেশামের সূত্র (Gresham's law)  ঘাটতি সম্পদ-সংস্থান (deficit financing)  জাতীয় আয়ের হিসাবরক্ষণ (national income accounting)  জাতীয়করণ (nationalization)  দ্বি-ধাতু মান (bimetallism)  দ্বি-স্তর স্বর্ণ ব্যবস্থা (two-tier gold system)  মুক্ত-বাজারী কারবার (open-market operation)  মুদ্রানীতি (monetary policy)  মুদ্রাপ্রাধান্যবাদ (monetarism)  মূল্যবান ধাতুপিণ্ড (bullionism)  রাজস্বনীতি (fiscal policy)  রৌপ্যমান (silver standard)  স্টার্লিং অঞ্চল (sterling area)  সুদ (interest)  স্বর্ণবিনিময় মান (gold-exchange standard)  স্বর্ণমান (gold standard)  সমতা (অর্থনীতি) (parity)

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.