সুজাওয়াল জেলা

সুজাওয়াল জেলা (এছাড়াও সাজাওয়াল বানান করা হয়ে থাকে; সিন্ধি: ضلعو سجاول, উর্দু: ضلع سجاول) পাকিস্তানের সিন্ধু প্রদেশে অবস্থিত একটি অন্যতম জেলা।[2] এটি উত্তর ২৪°৩৬'২৩"এবং পূর্বের ৬৮°৪'১৯" দ্রাঘিমাংশে অবস্থিত[3] এবং উত্তর-পশ্চিম সীমান্তে সিন্ধু নদীর তীরে অবস্থিত যেখানে থাট্টা জেলা থেকে আলাদা হয়েছে। জেলাটি প্রায় ৭৩৩৫ বর্গ কিমি এলাকা জুড়ে গঠিত হয়েছে।

সুজাওয়াল জেলা
Sujawal District

ضلعو سجاول
জেলা
মানচিত্রে সিন্ধুর প্রদেশের সুজওয়াল জেলাকে তুলে ধরা হয়েছে
দেশপাকিস্তান
প্রদেশসিন্ধু
রাজধানীসুজাওয়াল
প্রতিষ্ঠাকাল১২ অক্টোবর ২০১৩
আয়তন
  মোট৭৩৩৫ কিমি (২৮৩২ বর্গমাইল)
জনসংখ্যা (২০১৭)[1]
  মোট৭,৮০,০০০
  জনঘনত্ব১১০/কিমি (২৮০/বর্গমাইল)
সময় অঞ্চলপিএসটি (ইউটিসি+৫)
তহসিলের সংখ্যা
ওয়েবসাইটborsindh.gov.pk/

প্রশাসনিক বিভাগ

সুজাওয়াল জেলা ৫টি তহসিলে নিয়ে গঠিত। নিম্নে তুলে ধরা হল:

  • জাতি,
  • খারো চান,
  • মিরপুর বাথোরো,
  • শাহ বন্দর
  • এবং সুজাওয়াল[4]

জনসংখ্যা এবং ভাষা

১৯৯৮ সালের আদমশুমারীর হিসাব অনুসারে, জাতি, খারো চান, মিরপুর বাথরো, শাহবন্দর ও সুজাওয়ালের তহসিলের মোট জনসংখ্যা ছিল প্রায় ৫,৩০,০০০ জন। জেলাটির প্রধান ভাষা হচ্ছে সিন্ধি, যেখানে জনসংখ্যার প্রায় ৯৮.৬% মানুষ মাতৃভাষা হিসেবে ভাষাটি ব্যবহার করে থাকে। [5]

তথ্যসূত্র

  1. "DISTRICT WISE CENSUS RESULTS CENSUS 2017" (PDF)। www.pbscensus.gov.pk। ২০১৭-০৮-২৯ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা।
  2. "Thatta Split to Make Sujawal 28th district of Sindh"। Dawn News। সংগ্রহের তারিখ ২৫ অক্টোবর ২০১৩
  3. "Location of Sujawal - Falling Rain Genomics"। Falling Rain Genomics। সংগ্রহের তারিখ ২৫ অক্টোবর ২০১৩
  4. "Sujawal summary" (PDF)। ২০১৮-০৬-১৩ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৮-০৯-০৪
  5. 1998 District census report of Thatta। Census publication। 54। Islamabad: Population Census Organization, Statistics Division, Government of Pakistan। ১৯৯৯। table 10।

বহিঃসংযোগ

টেমপ্লেট:List of districts of Pakistan

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.