সিলিকন কার্বাইড
সিলিকন কার্বাইড (Silicon carbide, SiC), যা কার্বোরান্ডাম নামেও পরিচিত, সিলিকন ও কার্বন নিয়ে গঠিত একটি যৌগ। প্রকৃতিতে এটিকে ময়স্যানাইট নামের একটি বিরল খনিজ হিসেবে পাওয়া যায়। ১৮৯৩ সাল থেকে সিলিকন কার্বাইড চূর্ণের ব্যাপক উৎপাদন শুরু হয়, যা অপঘর্ষক হিসেবে বহুল প্রচলিত। সিলিকন কার্বাইড চূর্ণকে উত্তপ্ত করলে (সিন্টারিং) তা দানা বেঁধে অত্যন্ত শক্ত সিরামিকের রূপ নেয়, যা ঘাত প্রতিহত করার কাজে, যেমন গাড়ির ব্রেক এবং গুলি-প্রতিরোধক আবরণি তৈরিতে ব্যবহৃত হয়। ১৯০৭ সালে সিলিকন কার্বাইডের অর্ধপরিবাহী গুণাবলি আবিষ্কৃত হয়, যা লাইট এমিটিং ডায়োড এবং আদি রেডিও'র গ্রাহক অংশে ব্যবহ্রিত হয়। বর্তমানে সিলিকন কার্বাইড উচ্চ তাপমাত্রা ও উচ্চ বিভব পার্থক্যে কাজ করে এমন ইলেকট্রনিক্স তৈরিতে ব্যবহৃত হয়, যা প্রচলিত সিলিকন ইলেকট্রনিক্সের পক্ষে সম্ভব নয়। সিলিকন কার্বাইড ইলেকট্রনিক্স বিদ্যুৎ বিতরণ প্রক্রিয়ায় স্বয়ংক্রিয় সুইচ এবং নবায়নযোগ্য শক্তিতে চালিত যানবাহনের (গাড়ি, ট্রেন বা জাহাজ) চালক ইলেকট্রনক্সে হিসেবে ব্যবহারের জন্যে পরীক্ষাধীন রয়েছে। এ ছাড়াও কৃত্রিম উপায়ে তৈরি সিলিকন কার্বাইড কেটে ময়স্যানাইট তৈরি করা হয়, যা গহনায় হীরা'র বিকল্প হিসেবে ব্যবহৃত হয়।
![]() | |
নামসমূহ | |
---|---|
Preferred IUPAC name
সিলিকন কার্বাইড | |
অন্যান্য নাম
কার্বোরান্ডাম Moissanite | |
শনাক্তকারী | |
সিএএস নম্বর |
|
ত্রিমাত্রিক মডেল (জেমল) |
|
সিএইচইবিআই | |
কেমস্পাইডার | |
ইসিএইচএ ইনফোকার্ড | ১০০.০০৬.৩৫৭ |
ইসি-নম্বর | 206-991-8 |
মেলিন রেফারেন্স | 13642 |
এমইএসএইচ | {{{value}}} |
পাবকেম CID |
|
আরটিইসিএস নম্বর | VW0450000 |
ইনকি
| |
এসএমআইএলইএস
| |
বৈশিষ্ট্য | |
CSi | |
আণবিক ভর | ৪০.১০ g·mol−১ |
বর্ণ | Colorless crystals |
ঘনত্ব | 3.21 g·cm−3 (all polytypes)[1] |
গলনাঙ্ক | ২,৭৩০ °সে (৪,৯৫০ °ফা; ৩,০০০ K) |
Electron mobility | ~900 cm2/V·s (all polytypes) |
প্রতিসরাঙ্ক (nD) | 2.55 (infrared; all polytypes)[2] |
ঝুঁকি প্রবণতা | |
ইইউ শ্রেণীবিভাগ (ডিএসডি) |
Not listed |
এনএফপিএ ৭০৪ | ![]()
0
1
0 |
সুনির্দিষ্টভাবে উল্লেখ করা ছাড়া, পদার্থসমূহের সকল তথ্য-উপাত্তসমূহ তাদের প্রমাণ অবস্থা (২৫ °সে (৭৭ °ফা), ১০০ kPa) অনুসারে দেওয়া হয়েছে। | |
![]() ![]() ![]() | |
তথ্যছক তথ্যসূত্র | |
তথ্যসুত্র
- Patnaik, P. (২০০২)। Handbook of Inorganic Chemicals। McGraw-Hill। আইএসবিএন 0-07-049439-8।
- "Properties of Silicon Carbide (SiC)"। Ioffe Institute। সংগ্রহের তারিখ ২০০৯-০৬-০৬।