সিয়েরা লিওনের রাষ্ট্রপতি

সিয়েরা লিওনের রাষ্ট্রপতি বা সিয়েরা লিওন প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি হলেন সিয়েরা লিওনের রাষ্ট্রপ্রধানসরকার প্রধান, একইসাথে তিনি সিয়েরা লিওন সামরিক বাহিনীর সর্বাধিনায়ক। রাষ্ট্রপতি উপ-রাষ্ট্রপতি সহ মন্ত্রীসভার প্রধান বা প্রধানমন্ত্রী নিয়োগদান করেন, যা অবশ্যই সংসদ দ্বারা অনুমোদিত হতে হয়।

সিয়েরা লিওন প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি
রাষ্ট্রীয় প্রতিক
রাষ্ট্রপতির পতাকা
দায়িত্ব
জুলিয়াস মাদা বাও

৪ এপ্রিল ২০১৮  থেকে
সম্বোধনরীতিমহামান্য
প্রাতিষ্ঠানিক অবস্থানস্টেট হাউস,
স্টেট এভিনিউ, টাওয়ার হিল, ফ্রিটাউন, সিয়েরা লিওন
মেয়াদ৫ বছর
উদ্বোধনী ধারকChristopher Okoro Cole (ভারপ্রাপ্ত)
গঠনসিয়েরা লিওনের সংবিধান
১৯ এপ্রিল ১৯৭১ (1971-04-19)
ডেপুটিসিয়েরা লিওনের উপরাষ্ট্রপতি
বেতনUS$1000 (প্রতি মাসে)
ওয়েবসাইটhttp://www.statehouse.gov.sl/
এই নিবন্ধটি
সিয়েরা লিওনের রাজনীতি ও সরকার
ধারাবাহিকের অংশ
  • রাষ্ট্রপতি (তালিকা)
    জুলিয়াস মাদা বাও
  • উপ রাষ্ট্রপতি
    Victor Bockarie Foh
  • মন্ত্রীসভা
  • সংসদ
    স্পীকার: S. B. B. Dumbuya
    Members of Parliament
  • রাজনৈতিক দলসমূহ
  • সাম্প্রতিক নির্বাচন
    • সাধারণ: ২০০৭
    • ২০১২
  • Judiciary
  • Supreme Court
  • প্রশাসনিক বিভাগ
    প্রদেশসমূহ
    জেলাসমূহ
    Chiefdoms
  • Foreign relations
  • Human rights

রাজনীতি প্রবেশদ্বার

সিয়েরা লিওনের রাষ্ট্রপতিকে হাই এক্সিলেক্সি বা মহামান্য সম্বোধন করা হয়। বর্তমান রাষ্ট্রপতি হলেন জুলিয়াস মাদা বাও

সময়কাল

সিয়েরা লিওনের রাষ্ট্রপতি জনগণের সরাসরি ভোটে ৫ বছর সময়ের জন্য নির্বাচিত হন এবং একজন রাষ্ট্রপতি দুই মেয়াদে নির্বাচিত হতে পারেন।

নির্বাচন

সিয়েরা লিওনের রাষ্ট্রপতি হতে একজন প্রার্থীকে সর্বনিম্ন শতকরা ৫৫ শতাংশ ভোট পেয়ে হয়। যদি কোন প্রার্থী ৫৫ শতাংশ ভোট না পায়, তাহলে দ্বিতীয় পর্বে আবারও নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রথম পর্বের সর্বোচ্চ ভোট পাওয়া দুজন প্রার্থীকে নিয়ে দ্বিতীয় পর্বে ভোট গ্রহণ হবে। সিয়েরা লিওনের রাষ্ট্রপতি হতে হলে প্রার্থীকে যে সব যোগ্যতা থাকতে হয়; জন্মসূত্রে সিয়েরা লিওনের নাগরিক হতে হয়, ৪০ বছর বা তদুর্ধ্ব বয়সী হতে হয়, যে কোন পার্টির সদস্য হতে হয়, এবং তাকে অবশ্যই ইংরেজি ভাষায় কথা বলায় পারদর্শী হতে হয়।

বাসভবন

লিয়েরা লিওনের রাষ্ট্রপতি তার দাপ্তরিক ও গুরুত্বপূর্ণ কাজ কর্ম সিয়েরা লিওনের রাজধানী ফ্রিটাউনের টাওয়ার হিলে অবস্থিত তার সরকারি বাসভবন ও দপ্তর স্টেট হাউসে বসে করেন। সিয়েরা লিওনের রাষ্ট্রপতি দুটি সরকারি বাসভবন রয়েছে। একটি ফ্রিটাউন শহরের পশ্চিম সীমানায় হিল স্টেশনের নিকটে অবস্থিত স্টেট লজ, এবং অপরটি হল জুবা হিলের নিকটে কাসাবা লজ।[1]

নিরাপত্তা

রাষ্ট্রপতিদের তালিকা

সর্বশেষ নির্বাচন

প্রার্থী দল প্রথম পর্ব দ্বিতীয় পর্ব
ভোট % ভোট %
জুলিয়াস মাদা বাওসিয়েরা লিওন পিপলস পার্টি1,097,48243.31,319,40651.8
সামুরা কামারাঅল পিপলস কংগ্রেস1,082,74842.71,227,17148.2
কান্দেহ যুমকেল্লান্যাশনাল গ্রান্ড কোয়ালিশন174,0146.9
Samuel Sam-Sumanaকোয়ালিশন ফর চেঞ্জ87,7203.5
Mohamed Kamaraimba Mansarayঅ্যালাইন্স ডেমোক্রেটিক পার্টি26,7041.1
Gbandi Jemba Ngobehরেভোলুশনারি ইউনাইটেড ফ্রন্ট12,8270.5
Musa Tarawallyসিটিজেন ডেমোক্রেটিক পার্টি11,4930.5
Charles Francis Margaiপিপলস মুভমেন্ট ফর ডেমোক্রেটিক চেঞ্জ9,8640.4
Mohamed Charnoh Bahন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালাইন্স8,3440.3
Mohamed Sowa-Turayইউনাইটেড ডেমোক্রেটিক মুভমেন্ট5,6950.2
Patrick John O'Dwyerন্যাশনাল প্রোগ্রেসিভ ডেমোক্রাট্স4,2390.2
Kandeh Baba Contehপিস অ্যান্ড লিবারেশন পার্টি4,2330.2
Femi Claudius Coleইউনিটি পার্টি3,8250.2
Saa Henry Kabutaইউনাইটেড ন্যাশনাল পিপলস পার্টি3,0610.1
Beresford Victor Williamsরিপাবলিক ন্যাশনাল ইনডেপেন্ডেন্স পার্টি2,5550.1
Jonathan Patrick Sandyন্যাশনাল ইউনিটি অ্যান্ড রেকোনসিলিয়েশন পার্টি2,3180.1
ভূল/খালি ভোট139,42731,694
সর্বমোট2,676,5491002,578,271100
নিবন্ধিত ভোটার/সংগৃহীত ভোট3,178,66384.23,178,66381.1
উৎস: NECSL, NECSL

তথ্যসূত্র

  1. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২২ সেপ্টেম্বর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ ফেব্রুয়ারি ২০১৯
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.